বাংলা সহায়তা কেন্দ্রে লেনদেন ছুঁল ১,০০০ কোটি! সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী

বাংলা সহায়তা কেন্দ্রে (BSK) বিভিন্ন পরিষেবায় ই-ওয়ালেটের মাধ্যমে আর্থিক লেনদেন হাজার কোটি টাকা পেরিয়েছে খুব কম সময়ের মধ্যে।

July 11, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৫: দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, বাংলা সহায়তা কেন্দ্রের মতো নানা প্রকল্প সারাবছর ধরে জেলায় জেলায় কাজ করে। এবার তেমনই এক প্রকল্পের দারুণ সাফল্যের খবর এল প্রকাশ্যে। শুক্রবার সোশাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই সেই সুখবর জানিয়েছেন। বাংলা সহায়তা কেন্দ্রে (BSK) বিভিন্ন পরিষেবায় ই-ওয়ালেটের মাধ্যমে আর্থিক লেনদেন হাজার কোটি টাকা পেরিয়েছে খুব কম সময়ের মধ্যে।

শুক্রবার টুইটারে রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, BSK-র ই-ওয়ালেট লেনদেনের পরিমাণ ছাড়িয়ে গেছে ১,০০০ কোটি টাকা। রাজ্যের তরফে এই সাফল্যকে ‘Digital Bangla in Action’ প্রকল্পের গর্বের মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, বিধবা ভাতা, স্টুডেন্ট স্কলারশিপ, কাস্ট সার্টিফিকেট, স্বাস্থ্য সাথী, কৃষি সংক্রান্ত সুযোগসুবিধা থেকে শুরু করে আবাসন— হাজারেরও বেশি পরিষেবা প্রতিদিন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে BSK।

রাজ্যের প্রায় ৩৭০০-র বেশি BSK কেন্দ্র-তে এখন প্রতিদিন হাজার হাজার মানুষ ডিজিটাল পরিষেবা গ্রহণ করছেন। BSK-র সঙ্গে যুক্ত সমস্ত অপারেটর ও সহায়ক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী লিখেছেন, “তাঁদের ঐকান্তিক পরিশ্রমের ফলেই আজকের এই ঐতিহাসিক অর্জন। সকলকে জানাই আন্তরিক অভিনন্দন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen