বাংলাদেশে ট্রেনের ধাক্কায় মৃত ১০ বাসযাত্রী

ঘটনাস্থল জয়পুরহাট শহরের পুরানাপৈলে লেবেল ক্রসিং রেলগেট। এখানে ট্রেনের ধাক্কায় বাসের যাত্রীরা মৃত। দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ।

December 20, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

লেবেল ক্রসিং নাকি মরণফাঁদ? বাংলাদেশে ফের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত অনেকে। প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যু সংবাদ আসছে।

ঘটনাস্থল জয়পুরহাট শহরের পুরানাপৈলে লেবেল ক্রসিং রেলগেট। এখানে ট্রেনের ধাক্কায় বাসের যাত্রীরা মৃত। দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ।

শনিবার সকালে পার্বতীপুর-রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।জয়পুরহাটের পুলিশ সুপার সালাম কবির জানান, হিলি থেকে ছেড়ে আসা ৩২ নম্বর উত্তরা এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা হয়ে রাজশাহী যাচ্ছিল।

পথে পুরানাপৈল রেলক্রসিং অতিক্রম করার সময় একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এরপর ট্রেনটি থেমে যায়। বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ১০ জন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

নিহত ও আহত ব্যক্তিরা বাসের যাত্রী। স্থানীয় লোকজন ও পুলিশ হতাহত ব্যক্তিদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen