নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে রক্তাক্ত বাংলাদেশ, গুলিবিদ্ধ সম্ভাব্য প্রার্থী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪২: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। মুখ্য নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন। একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই সনদের উপর গণভোট। অর্থাৎ প্রত্যেক বুথে দুটি করে ব্যালট বাক্স থাকবে। ভোটাররা দুটি করে ভোট দেবেন। বাংলাদেশ জাতীয় সংসদে মোট আসন সংখ্যা ৩০০।
নির্বাচনের দিন ঘোষণার পর ২৪ ঘণ্টাও কাটেনি। তার মধ্যে রাজনৈতিক অশান্তি শুরু, রক্তাক্ত পরিস্থিতি বাংলাদেশে। শুক্রবার দুপুরে জনবহুল এলাকায় গুলিবিদ্ধ হলেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাঁকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মোটর সাইকেলে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। তবে কে বা কারা হামলা করল, তা এখনও অজ্ঞাত। তদন্ত শুরু করেছে পুলিশ।
শরিফ ওসমান হাদি নামে যিনি গুলিবিদ্ধ হয়েছেন, তিনি ঢাকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী। তিনি স্বতন্ত্র্য হিসেবে লড়াই করবেন। আনুষ্ঠানিকভাবে নামঘোষণাই বাকি। এই অবস্থায় শুক্রবার নমাজ সেরে রিকশায় বাড়ি ফেরার পথে হামলার মুখে পড়েন হাদি।