বাংলাদেশে আবার খুন, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি BNP নেতাকে

January 4, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪০: উত্তাল বাংলাদেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। নির্বাচনের ঠিক আগে আবারও বাংলাদেশে খুন হলেন এক রাজনৈতিক নেতা। যেন ওসমান হাদি হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঘটল! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় যশোরের বিএনপি নেতাকে। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, মৃত নেতার নাম আলমগির হোসেন। আলমগির যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং নগর বিএনপির প্রাক্তন সদস্য। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় আলমগির মোটরসাইকেলে চেপে শংকরপুর থেকে বাড়ি ফিরছিলেন। হুদা মেমোরিয়াল অ্যাকাডেমির সামনে পৌঁছলে অজ্ঞাতপরিচয় কয়েকজন তাঁকে ঘিরে ধরে আক্রমণ করে। আলমগিরের মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিএনপি নেতাকে মৃত বলে ঘোষণা করেন।

আলমগিরের ভাই জাহাঙ্গির হোসেন বলেন, তাঁর ভাইয়ের তেমন কোনও শত্রু ছিল না। কে তাঁকে গুলি করে মারল, বোঝা যাচ্ছে না। আলমগিরের মৃত্যু কি রাজনৈতিক খুন? খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তরা এখনও অধরা। ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখা হচ্ছে। মৃতের রাজনৈতিক ও ব্যবসায়িক শত্রু কারা ছিল, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। বিএনপি নেতৃত্বের মতে, ফ্যাসিস্ট আওয়ামি লিগের শাসনকালে পরিকল্পিতভাবে বিএনপি নেতা, কর্মীদের হত্যা করা হয়েছে। একই কায়দায় অন্তর্বর্তী সরকারের আমলেও বিএনপি নেতা, কর্মীদের হত্যা করা হচ্ছে। এটা নিন্দনীয় ও গণতন্ত্রবিরোধী। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে বাংলাদেশের দিকে দিকে কার্যত আইন শৃঙ্খলা-ভেঙে পড়ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen