হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে চিঠি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের, কী করবে ভারত?

November 23, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: ফাঁসির সাজা প্রাপ্ত, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি নয়াদিল্লি। জানা যাচ্ছে, শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক ঢাকার ভারতীয় হাইকমিশনে সংক্ষিপ্ত চিঠি পৌঁছে দিয়েছে। বলা হয়েছে, ভারতীয় হাইকমিশনার যেন যত দ্রুত সম্ভব নয়াদিল্লির বিদেশমন্ত্রকে চিঠিটি পৌঁছে দেন।

গত বছর আগস্ট মাসে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা। তারপর থেকে আজও তিনি ভারতে রয়েছেন। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে। তাঁর ফাঁসির আদেশ দিয়েছে বাংলাদেশের আদালত। তাই হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিল বাংলাদেশ। হাসিনাকে ফেরত চেয়ে এর আগেও কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল বাংলাদেশ। তার প্রাপ্তিস্বীকার করেছিল নয়াদিল্লি। কিন্তু কোনও পদক্ষেপ আদৌ হয়েছে কিনা জানা যায়নি।

ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তাতে বলা হয়েছে, আদালতের রায়ে প্রত্যর্পণ করানোর মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে। তবে চুক্তিতে আরও বলা হয়েছে, অপরাধ রাজনৈতিক হলে প্রত্যর্পণ করা হবে না। চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, বিচারের নেপথ্যে সৎ কোনও উদ্দেশ্য না-থাকলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না।

সদ্য বাংলাদেশের ট্রাইব্যুনালের রায়ের পরে বিবৃতি প্রকাশ করেছিল ভারত। বিবৃতিতে জানানো হয়, হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় সম্পর্কে ভারত অবগত। বিবৃতিতে বাংলাদেশকে ‘ঘনিষ্ঠ প্রতিবেশী’ হিসাবে উল্লেখ করে নয়াদিল্লি। বলা হয়, ভারত সব সময় বাংলাদেশের মানুষের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ। এখন দেখার, চিঠির প্রাপ্তিস্বীকার কি আদৌ করবে নয়াদিল্লি! প্রাপ্তিস্বীকার করলেও কোনও পদক্ষেপ কি করা হবে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen