Bangladesh: ঢাকায় পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৬

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৩০: বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার (Dhaka) মিরপুরে একটি পোশাক কারখানা ও লাগোয়া রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আরও কয়েক জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় চারতলা একটি পোশাক কারখানায় আগুন লাগে। পরে তা পাশের রাসায়নিকের গুদামেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দীর্ঘ সময়ের চেষ্টার পর রাত পর্যন্ত অন্তত ১৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে।
দমকল সূত্রে জানা গেছে, পোশাক কারখানায় কাজ চলার সময়ই আগুন ছড়িয়ে পড়ে, ফলে অনেক শ্রমিক ভেতরেই আটকে পড়েন। পাশাপাশি রাসায়নিক গুদামে থাকা দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ঘটনাস্থলে ভিড় জমেছে মৃত ও নিখোঁজদের পরিজনদের। এতে উদ্ধারকাজে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কর্মকর্তাদের মতে, গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক এবং হাইড্রোজেন পার-অক্সাইডের মতো দাহ্য উপাদান মজুত ছিল, যা আগুনের তীব্রতা বাড়িয়েছে।
রাত পর্যন্ত তল্লাশি ও আগুন নিয়ন্ত্রণের কাজ চলছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন সম্পূর্ণ নেভার পরই ক্ষয়ক্ষতির পূর্ণ হিসেব জানা যাবে।