মুস্তাফিজুর ইস্যুতে ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে অনিচ্ছুক বাংলাদেশ, আইপিএল সম্প্রচারও বন্ধ রাখার ভাবনা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.১০: মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার ঘটনায় কড়া অবস্থান নিল বাংলাদেশ। এই সিদ্ধান্তের প্রতিবাদে ভারতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে না যাওয়ার ইঙ্গিত দিল ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নির্দেশে এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি, বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করার বিষয়টিও বিবেচনাধীন।
অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুক পোস্টে জানান, চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও যদি কোনও বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে গোটা দলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। তাঁর কথায়, এমন পরিস্থিতিতে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া নিরাপদ বলে মনে করছে না বাংলাদেশ।
নজরুল আরও জানিয়েছেন, বিশ্বকাপের ম্যাচগুলি ভারতে না খেলে শ্রীলঙ্কায় আয়োজন করার প্রস্তাব নিয়ে আইসিসির সঙ্গে আলোচনায় বসতে বিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি লিখিতভাবে আইসিসিকে জানাতে বলা হয়েছে বোর্ডকে।
এদিকে, বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার দাবি, সাম্প্রদায়িক চাপের মুখে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।
এই পরিস্থিতিতে শনিবার রাতে জরুরি বৈঠক ডাকে বিসিবি। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের চারটি গ্রুপ ম্যাচের মধ্যে তিনটি কলকাতার ইডেন গার্ডেন্সে এবং একটি মুম্বইয়ে হওয়ার কথা। এখন শেষ পর্যন্ত বাংলাদেশ ভারতে খেলতে আসে কি না, সেদিকেই নজর ক্রিকেট মহলের।