বইমেলায় রিকশ! জানেন কোথায় দেখা মিলবে?

সম্প্রতি বাংলাদেশের ঢাকার রিকশ ও রিকশচিত্র ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে।

January 18, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বইমেলায় দেখা মিলবে রিকশর! তবে তা চড়ার জন্য নয়। বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে রিকশ প্রদর্শিত হবে। সম্প্রতি বাংলাদেশের ঢাকার রিকশ ও রিকশচিত্র ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন সেজে উঠেছে রিকশচিত্রে।

গ্রাম বাংলা, প্রকৃতি থেকে আরম্ভ করে গ্রামীণ চালচিত্র-সহ নানা ধরনের ছবি আঁকা থাকে
রিকশর পিছনের অংশে। শিল্পীর তুলির টানে সেজে ওঠে ছবি। প্যাভিলিয়নের থিম হিসেবে তুলে ধরা হচ্ছে সেই সব। আসল রিকশও থাকবে। পাখি ও প্রকৃতির ছবি দেখতে পাবেন বইপ্রেমীরা।

জানা যাচ্ছে, ১২টি সরকারি ও ৩৩টি বেসরকারি প্রকাশনা মিলিয়ে বাংলাদেশ প্যাভিলিয়নে এবার ৪৫টি বইয়ের স্টল থাকছে, মিলবে নতুন প্রকাশিত তিন হাজার বই। বাংলাদেশ দিবসের দিন কথাসাহিত্যিক, গল্পকার ও প্রাবন্ধিক মঞ্জুল ইসলামের মেলায় উপস্থিত থাকার কথা। বাংলা আকাডেমির মহা পরিচালক কবি মহম্মদ নুরুল হোদা, সাহিত্যিক সাদাত হোসেন, কবি মিনার মনসুর, লেখক রামেন্দ্র মজুমদার-সহ অনেকেই থাকবেন এবারের মেলায়। বাংলাদেশ দিবসে আসবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। প্রতিবারই কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে পাঠকদের ভিড় উপচে পড়ে। এবারেও অন্যথা হবে না বলেই আশা প্রতিবেশী দেশের প্রকাশকদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen