Bangladesh unrest: ইউনুসের উপর ক্ষোভ উগরে দিলেন ওসমান হাদির দাদা

December 24, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৪: প্রচারে নামার সময় গুলিতে নিহত বাংলাদেশের ছাত্রনেতা ও যুব আন্দোলনের মুখ শরিফ ওসমান হাদির মৃত্যুর দায় সরাসরি মহম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপাল তাঁর পরিবার। মৃত্যুর নেপথ্যে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকারেরই হাত রয়েছে বলে অভিযোগ করে সোচ্চার হলেন হাদির দাদা শরিফ ওমর বিন হাদি। মঙ্গলবার বিকেলে শাহবাগে ‘শহীদি শপথ’ অনুষ্ঠানে রীতিমতো ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর ভাইয়ের মৃত্যুর পরে ৬ দিন কেটে গেলেও এখনও সরকার কিছুই করতে পারেনি বলে অভিযোগও করেন তিনি।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওমর বলেন, “যে সময়ে আমার ভাইকে খুন করা হল, তখন ক্ষমতায় অন্তর্বর্তী সরকার। তাই নিরাপত্তা ব্যর্থতার দায় তাদেরই নিতে হবে। বিচার একদিন হবেই।” তাঁর অভিযোগ, শুধু খুন নয়, এই ঘটনাকে হাতিয়ার করে আসন্ন সাধারণ নির্বাচনকে অস্থির করার চেষ্টা চলছে।

ওমরের আরও দাবি, হাদির মৃত্যু ছিল পরিকল্পিত। নির্বাচন বানচাল করতেই তাঁকে টার্গেট করা হয়। সাংবাদিকদের সামনে তিনি বলেন, “আমার ভাই নির্বাচন প্রস্তুতিতে ব্যস্ত ছিল। ওকে খুন করে এখন সেই ঘটনাকেই ইস্যু বানিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা চলছে। এটা সরাসরি গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা।”

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় প্রচার চালানোর সময় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা মাথায় গুলি করে ৩২ বছরের এই যুবনেতাকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হলেও বৃহস্পতিবার তিনি মারা যান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen