LIVE Bangladesh unrest: বাংলাদেশে হিংসার পরিস্থিতিতে জরুরি বৈঠক ডাকল BNP
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার জানালেন শাহবাগের কর্মসূচি স্থগিত করা হলেও বিকেল ৪টায় বাংলামোটর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর বার্তায় বলেন, ‘‘এই হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।’’
হাদির হত্যাকারীকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ, সন্ধান দিলেই আর্থিক পুরস্কারের ঘোষণা
চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতেও বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটে।
‘প্রথম আলো’ ও ‘দ্য ডেলি স্টার’-এর অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। বহু সাংবাদিক ভিতরে আটকে পড়েন, পরে সেনা ও পুলিশ তাঁদের উদ্ধার করে।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হওয়ার পর ঢাকায় সংবাদপত্রের অফিসে আগুন লাগানো হয়।
শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল বাংলাদেশ।
আরও খবর মিলেছে, শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতে ফের ভাঙচুর চালানো হয়েছে। রাজশাহীতে মুজিবের আর একটি বাড়িতে এবং আওয়ামী লিগের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে।
অভিযোগ, খুলনায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে উত্তেজিত জনতা। ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে।
চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাস লক্ষ্য করে ঢিল-পাটকেল ছোড়া ও হামলার অভিযোগ উঠেছে। রাত থেকে উপদূতাবাসের সামনে অবস্থানে বসেছেন ছাত্র-যুবদের একাংশ। বিক্ষোভকারীদের মুখে কেবল শেখ হাসিনা এবং ভারত-বিরোধী স্লোগান।
ওসমান হাদির দেহ ঢাকায় ফেরানো হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় ফ্লাইটে কফিন পৌঁছবে, সেখানেই হবে অন্ত্যেষ্টি।
বিক্ষোভে উত্তাল নানা এলাকা। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন খোদ নির্বাচন কমিশন। এমনটাই জানিয়েছে ‘কালের কণ্ঠ’।
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে আবারও ভাঙচুর শুরু হয়েছে।
বাংলাদেশে হিংসার পরিস্থিতিতে জরুরি বৈঠক ডাকল BNP।