বাংলাদেশের ভিডিওকে কলকাতার বলে চালাতে গিয়ে সমালোচিত তারেক ফাতাহ

পাকিস্তানী এই লেখক থাকেন কানাডায় এবং প্রায়শই বিদ্বেষমূলক মন্তব্য করে থাকেন।

August 28, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

জনৈক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তারেক ফাতাহ আবার বিপাকে। স্বভাববশত আবার ভুয়ো খবর ছড়াতে গিয়ে বিপাকে পড়লেন তিনি। বাংলাদেশের একটি ভিডিওকে কলকাতার বলে চালাতে গিয়ে বমাল সমেত ধরা পড়লেন।

তারেক ফাতাহ এর আগেও বহুবার ইসলাম-বিদ্বেষী ভুয়ো খবর ছড়াতে গিয়ে ধরা পড়েছেন। পাকিস্তানী এই লেখক থাকেন কানাডায় এবং প্রায়শই বিদ্বেষমূলক মন্তব্য করে থাকেন।

যে ভিডিওটি বিতর্কের কেন্দ্রে, সেই পোস্টে তারেক লিখেছেন, “এটি করাচি বা কেরলের দৃশ্য নয়। ইসলাম জিন্দাবাদ এর স্লোগান উঠেছে খাস কলকাতায় – মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের রাজধানীতে”।

https://twitter.com/TarekFatah/status/1299154467678543873

এরপরই টুইটার ব্যবহারকারীরা তার ভুল ধরিয়ে দিতে শুরু করেন। সকলেই মন্তব্য করেন এটি বাংলাদেশের ভিডিও, কলকাতার নয়। ভিডিওতে স্পষ্টতই বাংলাদেশের পুলিশকে সেখানকার উর্দি পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। কলকাতা পুলিশের উর্দি সাদা, কিন্তু ভিডিওতে উর্দিধারীরা পড়েছেন সবুজ ইউনিফর্ম। এমনকি ভিডিওতে একাধিকবার মিছিলে অংশগ্রহণকারীদের বাংলাদেশের পতাকা হাতেও দেখা গেছে।

কলকাতা পুলিশ এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করার সাথে সাথেই টুইট মুছে ফেলেন ফাতাহ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen