Bangladesh : আম পাঠিয়ে ভারতের মন গলানোর চেষ্টা করছেন ইউনূস?

বাংলাদেশ থেকে পাঠানো হল ঝুড়ি ঝুড়ি আম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ((Narendra Modi) এই আম পাঠিয়েছেন ইউনূস।

July 14, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০২: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে সৌজন্য রাখতে যে রীতি চালু করেছিলেন, তা বজায় রাখলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসও (Md Yunus)। বাংলাদেশ থেকে পাঠানো হল ঝুড়ি ঝুড়ি আম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ((Narendra Modi) এই আম পাঠিয়েছেন ইউনূস। ঢাকা (Dhaka) থেকে দিল্লিগামী (Delhi) একটি বিমানে এক হাজার কেজি আম (Mango) তোলা হয়েছে। সোমবার সেগুলি দিল্লি পৌঁছে যাবে।

অন্যদিকে, মঙ্গলবার দুপুরেই কলকাতায় (Kolkata) পৌছতে পারে কয়েকশো কেজি বাংলাদেশি আম। কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাস সেগুলি পৌঁছে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal CM Mamata Banerjee) কাছে। প্রধান উপদেষ্টা ইউনুস বাংলার মুখ্যমন্ত্রীকেও আম পাঠিয়েছেন। ত্রিপুরা, অসম, মেঘালয়ের মুখ্যমন্ত্রীদেরও আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এই তিন রাজ্যের সঙ্গেও বাংলাদেশের সীমান্ত আছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে এই ‘আম-কূটনীতি’ অনেক পুরনো। হাসিনা প্রতি বছর জুন-জুলাই মাসে ভারতে আম পাঠাতেন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছে যেত সেই আম। আসত পশ্চিমবঙ্গেও। কখনও সেই ঝুলিতে থাকত হিমসাগর বা ল্যাংড়া আম, কখনও আবার থাকত সুস্বাদু আম্রপালি। ২০২৪ সালের অগস্ট মাসে বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটেছে। গণবিক্ষোভের চাপে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তার পর থেকে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশে ইউনূসের নেতৃত্বে গড়ে উঠেছে অন্তর্বর্তী সরকার। আগামী বছর সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। হাসিনার পদত্যাগ এবং ইউনূসের ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে। প্রশ্ন উঠছে, আম পাঠিয়ে ভারতের মন গলানোর চেষ্টা করছেন ইউনূস? ওয়াকিবহাল মহল মনে করছে, বাংলাদেশি পন্যের উপর ৩৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে আমেরিকার সঙ্গে বাণিজ্য করে বাংলাদেশের লাভ হবে না। এই পরিস্থিতিতে ভারত-সহ প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক নতুন করে মেরামত করতে চাইছে বাংলাদেশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen