‘ইউনুস পাকিস্তানি, উনি পাকিস্তানে চলে যান’, রাষ্ট্রপুঞ্জের দপ্তরের বাইরে বিক্ষোভ বাংলাদেশিদের

September 27, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: শুক্রবার আমেরিকায় রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতা করেন মুহাম্মদ ইউনূস। বক্তৃতায় গত এক বছরে বাংলাদেশের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের দপ্তরে তিনি যখন বক্তৃতা দিচ্ছেন, তখন বাইরে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ চলছে। জমায়েত থেকে শোনা যায়, ‘ইউনুস পাকিস্তানি। উনি পাকিস্তানে চলে যান।’

ইউনুসের বিরুদ্ধে ক্রমেই ঘনীভূত হচ্ছে চাপা ক্ষোভ। আঁচ বাংলাদেশ পেরিয়ে পৌঁছেছে প্রবাসী বাংলাদেশিদের কাছেও। যার ফল দেখা গেল শুক্রবার। বিক্ষোভকারীদের অভিযোগ, ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা অনেক বৃদ্ধি পেয়েছে। বিক্ষোভকারীদের জমায়েত থেকে শোনা যায়, “ইউনূস পাকিস্তানি। উনি পাকিস্তানে চলে যান।”

বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, ২০২৪ সালের ৫ অগস্ট অবৈধ উপায়ে শেখ হাসিনার সরকারকে সরানোর পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ও অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর মানুষদের উপর হামলা ও নিপীড়ন বেড়েছে। তাঁদের দাবি, দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এক বিক্ষোভকারী সংবাদ সংস্থাকে বলেন, ‘আমরা অবৈধ ইউনুস জমানার বিরোধিতা করছি। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতন নেমে এসেছে।’ অন্য এক বিক্ষোভকারীর বক্তব্য, ইউনুসের মদতেই মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে বাংলাদেশে। ফলে বহু মানুষ, বিশেষত সংখ্যালঘুরা দেশ ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন।

অন্যদিকে, রাষ্ট্রপুঞ্জে নিজের বক্তৃতায় তিনি দাবি করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কার চালাচ্ছে। তাঁর কথায়, ‘দলমত নির্বিশেষে ঐকমত্যের ভিত্তিতেই গণতন্ত্র ও প্রশাসনিক সংস্কারের কাজ এগোচ্ছে। গত বছর এই মহান সভায় আমি দাঁড়িয়েছিলাম সদ্য গণ-অভ্যুত্থান সংঘটিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষা আপনাদের শোনানোর জন্য। আজ আমি এই রূপান্তরের পথে অগ্রগতির কথা জানাচ্ছি।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen