বিরসা মুন্ডাকে অপমান করেছেন শাহ, ক্ষমা চাওয়ার দাবিতে চিঠি আদিবাসীদের

এই অভিযোগে অমিত শাহের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে চিঠি পাঠাচ্ছেন এজেলার আদিবাসী সম্প্রদায়ের একাংশের মানুষজন। আর এর জন্য বাড়ি বাড়ি পোস্টকার্ড পৌঁছে দেওয়ার তোড়জোড় শুরু করেছেন তৃণমূল কর্মীরা।

November 18, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

বিরসা মুন্ডার ভুল মূর্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর মাল্যদান ও শ্রদ্ধা জানানোর পর থেকেই চরম বিরোধিতা করে ময়দানে নেমেছে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস। বিজেপিকে চাপে ফেলতে এবার আরও মোক্ষম চাল চালল ঘাসফুল শিবির! ভুল প্রতিকৃতিকে স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার মূর্তি বলে অমিত শাহ আদিবাসী সমাজকে অপমান করেছে। এই অভিযোগে অমিত শাহের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে চিঠি পাঠাচ্ছেন এজেলার আদিবাসী সম্প্রদায়ের একাংশের মানুষজন। আর এর জন্য বাড়ি বাড়ি পোস্টকার্ড পৌঁছে দেওয়ার তোড়জোড় শুরু করেছেন তৃণমূল কর্মীরা।

স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডাকে এভাবে অপমান করার প্রতিবাদে সরব হয়েছে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক সংগঠন। পালটা বিজেপির তরফে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন ঘোষণা করেছেন ওটা যার মূর্তিই হয়ে থাক এখন থেকে ওটা বিরসা মুন্ডারই মূর্তি। গত রবিবার বিরসা মুন্ডা (Birsa Munda)’র ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের উপস্থিতিতে ফের বাঁকুড়ার পুয়াবাগান সংলগ্ন এলাকার ওই বিতর্কিত প্রতিকৃতিকে বিরসা মুন্ডা হিসেবে মেনে নানান কর্মসূচি মাধ্যমে জন্মদিন পালন করা হয়। বিজেপি নেতাদের এহেন কর্মকাণ্ডে বেজায় চটেছেন এজেলার আদিবাসী সম্প্রদায়ের একাংশ। যা নিয়ে তৃণমূল বনাম বিজেপির মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে বাঁকুড়ার তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠক করেন বাঁকুড়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামল সাঁতরা। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভুল প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করার পর গত রবিবার বিরসা মুন্ডার জন্মদিনে বিজেপি সাংসদ সুভাষ সরকার ফের পুয়াবাগান মোড় সংলগ্ন প্রতিকৃতিতে মালা দিয়ে বিরসা মুন্ডার জন্মদিন পালন করেছেন। এর ফলে ক্ষোভ ফুটছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।

আদিবাসী বিকাশ পরিষদের নেতা সুনীল মান্ডি বলছেন, আদিবাসী সমাজের মানুষজন বিরসা মুন্ডাকে ‘ভগবান’হিসেবে পুজো করেন। তাঁকে অপমানের জন্য ক্ষমা চাইতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit shah)-কে। প্রয়োজনে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। আদিবাসী সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতা সনগিরি হেমব্রম বলছেন, “ওই পুয়াবাগানের ওই মূর্তি বিরসা মুন্ডার নয়। জোর করে কেন ওই মূর্তিকে বিরসা মুন্ডার মূর্তি করছে বিজেপি, তা বুঝে উঠতে পারছি না।’ আদিবাসীদের ভগবানস্বরূপ নেতার অপমান সহ্য করব না, হুঁশিয়ারি দিয়েছে এজেলার আদিবাসী মানুষজনও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen