আজ, মঙ্গলবার কার্তিক পুজোর বিখ্যাত শোভাযাত্রায় মাতবে বাঁশবেড়িয়া

আজ, মঙ্গলবার বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর বিখ্যাত শোভাযাত্রা আয়োজিত হচ্ছে।

November 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ, মঙ্গলবার বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর বিখ্যাত শোভাযাত্রা আয়োজিত হচ্ছে। গত কয়েকদিন ধরেই পুজো কমিটিগুলি শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছে। জানা গিয়েছে, এবছর ভাসান শোভাযাত্রায় ৪৩টি পুজো অংশ নেবে। ২১টি বাঁশবেড়িয়ার, আর ২২টি চুঁচুড়ার। আলো থেকে তাসা, ব্যান্ড, ও নানা ধরনের শো থাকবে শোভাযাত্রায়। বাঁশবেড়িয়া, কেওটা, সাহাগঞ্জ ও একাধিক এলাকায় শোভাযাত্রা দেখার জন্য মুখিয়ে আছে দর্শনার্থীরা।

জানা গিয়েছে, ধোপাঘাট চৌমাথা থেকে বাঁশবেড়িয়ার পুজোগুলি শোভাযাত্রা শুরু করবে। তারপর বাঁশবেড়িয়া মেন রোড ধরে কেওটার দিকে যাবে তারা। চুঁচুড়ার পুজোগুলি তেমাথা মোড় থেকে কেওটা হয়ে বাঁশবেড়িয়ায় ঢুকে ফের কেওটায় চলে যাবে। হুগলির পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া থেকেও দর্শকরা আসবে। যাবতীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। দর্শকদের সুবিধার জন্য মঙ্গলবার বাঁশবেড়িয়ার ডানলপ ঘাটের ফেরি সারারাত ধরে চলবে। জলপথেও পুলিশর বিশেষ নজরদারি চালাবে।

শোভাযাত্রায় ডিজে পুরোপুরি নিষিদ্ধ। সোমবার গ্রামীণ পুলিশ এবং চন্দননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা রাস্তা পরিদর্শন করেন। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। বাঁশবেড়িয়ার কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির কর্মকর্তা আদিত্য নিয়োগী জানান, বাঁশবেড়িয়ার শোভাযাত্রা ব্যাপক জনপ্রিয়। বাঁশবেড়িয়া ও চুঁচুড়ার বিভিন্ন এলাকা থেকে শোভাযাত্রা শুরু হবে। মূল পথ ধরে তা এগবে। দর্শকদের ব্যাপক ভিড় হবে বলেই ইঙ্গিত মিলেছে। সেই নিরিখে পানীয় জল, মোবাইল স্বাস্থ্য পরিষেবা, বায়ো টয়লেট-সহ একাধিক ব্যবস্থা হয়েছে। যে সমস্ত পুজো শোভাযাত্রায় নেই তারা সকাল সকাল ভাসান দেবে। হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশীষ সেন জানান, ভাসানের শোভাযাত্রার জন্য বিশেষ পরিকল্পনা হয়েছে। সুষ্ঠুভাবে সব সম্পন্ন করতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen