বট-পাকুড়ের বিয়েতে পাত পেড়ে খেলেন কয়েক হাজার গ্রামবাসী, কেন এমন উদ্যোগ?

ছাঁদনাতলা ঘিরে কয়েক হাজার গ্রামবাসীদের উচ্ছ্বাস। বুধবার রাতে এমনই আসর বসেছিল রায়গঞ্জের রূপাহারের তুলসিপাড়া কলোনি এলাকায়।

May 18, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
বট-পাকুড়ের বিয়েতে পাত পেড়ে খেলেন কয়েক হাজার গ্রামবাসী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিয়ের আসরে জমজমাট রায়গঞ্জ। কার্ড ছাপিয়ে নিমন্ত্রণ, পুরোহিতের গম্ভীর মন্ত্রোচ্চারণ, লগ্ন মেনে বিয়ে, সঙ্গে ব্যান্ডপার্টির বাজনা-নাচগান, এলাহি ভূরিভোজ। ছাঁদনাতলা ঘিরে কয়েক হাজার গ্রামবাসীদের উচ্ছ্বাস। বুধবার রাতে এমনই আসর বসেছিল রায়গঞ্জের রূপাহারের তুলসিপাড়া কলোনি এলাকায়। বর ছিল পাকুড় আর বট ছিল কনে।

এদিন শালগ্রাম শিলাকে সাক্ষী রেখে বৈদিক মন্ত্রোচ্চারণে রাত ১১ টা ৪৩ মিনিটে লগ্ন মেনে বিয়ে দেওয়া হয় বট-পাকুড়কে। টোপর, গয়না ও বিয়ের পোশাক পরানো হয়। সেখানে উপস্থিত ছিলেন পাত্র-পাত্রীর মা-বাবাও। বর ও কনেযাত্রীদের খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, পনিরের তরকারি, নিরামিষ সব্জি, চাটনি এবং শেষপাতে পায়েস। প্রায় আড়াই হাজার মানুষ ভূরিভোজ করেছেন বলে জানা যায়।

কেন এমন আয়োজন? গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন চাঁদিফাটা গরমে নাজেহাল দশা সকলের। বৃষ্টির অকালে মাঠের ফসলও নষ্ট হচ্ছে। মাটির জলও নীচের স্তরে নেমে যাচ্ছে। তাই প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি, গাছের গুরুত্ব বোঝাতেই এই বিয়ের উদ্যোগ নিয়েছেন তাঁরা। উদ্যোক্তাদের মতে পরিবেশের যা অবস্থা, তাতে সকলকেই গাছের প্রতি যত্নবান হতে হবে। প্রকৃতির রুক্ষ্মতা চলে গিয়ে ফিরে আসুক কোমল সবুজ চেহারা। তাই সব মিলিয়ে তাঁদের একটাই বার্তা গাছ না বাঁচলে, আমরা কেউ বাঁচব না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen