হোয়াইট হাউজের ওভাল অফিসে গ্রেপ্তার বারাক ওবামা, কী বলছেন ট্রাম্প?

দিনকয়েক আগেই ওবামার বিরুদ্ধে নির্বাচনী কারচুপির অভিযোগ এনেছিলেন ট্রাম্প।

July 21, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩২: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে (Barack Obama) হোয়াইট হাউজের ওভাল অফিসে গ্রেপ্তার করেছে সেই দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই (FBI)! ট্রুথ সোশ্যালে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) শেয়ার করা একটি ভিডিয়োতে এমনটাই দেখা গেল। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তবে সমালোচনার মুখে পড়লেও নির্বিকার মার্কিন প্রেসিডেন্ট।

https://truthsocial.com/@realDonaldTrump/114887992924632896

যদিও জানা যায়, ভিডিয়োটি এআই জেনারেটেড। এই এআই ভিডিয়োতে ওবামাকে বলতে শোনা যায়, ‘বিশেষ করে প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে।’ এরপর প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বেশ কয়েকজন মার্কিন নেতার ভিডিয়ো ক্লিপ দেখা যায় তাতে। সেখানে সকলেই পালাক্রমে বলেন, ‘কেউই আইনের ঊর্ধ্বে নয়’।

দিনকয়েক আগেই ওবামার বিরুদ্ধে নির্বাচনী কারচুপির অভিযোগ এনেছিলেন ট্রাম্প। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডও দাবি করেন, ২০১৬ সালে আমেরিকার ভোটের পর রাশিয়ার সঙ্গে ট্রাম্পের যোগসূত্রের তত্ত্ব বানিয়েছিলেন ওবামার ঘনিষ্ঠ আধিকারিকরা। এই অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে বলেই দাবি করেন তুলসী। ওবামা প্রশাসনের প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত বলেই দাবি করেন তিনি।

সেই মন্তব্যের দিনকয়েক পরেই বিস্ফোরক ভিডিও প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট। বাস্তবের কিছু ভিডিও ফুটেজের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এআই ভিডিও। সবমিলিয়ে ট্রাম্পের পোস্ট করা ভিডিওর সারমর্ম হল, কেউই আইনের উর্ধ্বে নন। আমেরিকার একাধিক রাজনৈতিক নেতার মুখ ব্যবহার করা হয়েছে এই কথাটি বোঝানোর জন্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen