মুর্শিদাবাদের বরানগরকে কৃষি-পর্যটন বিভাগে ‘সেরা পর্যটন গ্রাম’-র স্বীকৃতি পর্যটন মন্ত্রকের

মুর্শিদাবাদের বরানগরকে কৃষি-পর্যটন বিভাগে ‘সেরা পর্যটন গ্রাম’-র স্বীকৃতি পর্যটন মন্ত্রকের

September 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশের সেরা পর্যটন গ্রামের শিরোপা পেল মুর্শিদাবাদের বরানগর গ্রাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে জানান এই আনন্দ সংবাদ।

বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “আমি আনন্দিত, মুর্শিদাবাদ জেলার বরানগর গ্রামকে ভারত সরকারের পর্যটন মন্ত্রক কৃষি-পর্যটন বিভাগে ‘সেরা পর্যটন গ্রাম’ হিসেবে নির্বাচিত করেছে। ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে বরানগর গ্রামকে এই পুরস্কার দেওয়া হবে।”

ফি বছরই দেশের একটি গ্রামকে সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি দেয় কেন্দ্র। ২০২৩ সালে ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে মুর্শিদাবাদের কিরীটেশ্বরীকে স্বীকৃতি দিয়েছিল কেন্দ্র সরকার। এবার সেই স্বীকৃতি পেল বরানগর গ্রাম। আজিমগঞ্জে অবস্থিত এই প্রাচীন গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। গ্রামে রয়েছে অসংখ্য মন্দির। রানি ভবানীর স্মৃতি ও বহুকীর্তি ছড়িয়ে রয়েছে এই গ্রামে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen