প্রাথমিক শিক্ষা পর্ষদের ৪০তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যোগাসনে প্রথম কাকদ্বীপের বর্ণিতা ঘরামি, জিমন্যাস্টিকে কে?
২৮ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের শালবনি স্টেডিয়াম মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ৪০তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যোগাসনে প্রথম স্থান অধিকার করল কাকদ্বীপের বর্ণিতা ঘরামি। বর্ণিতা বালিকা খ বিভাগের যোগাসন প্রতিযোগিতায় সোনা জিতেছে। ২৮ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের শালবনি স্টেডিয়াম মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বর্ণিতা, সীতারামপুর জুনিয়র বেসিক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। সে খুব মেধাবী। ২০২৪ সালে সে রাজ্য স্তরে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছিল।
রাজ্যের স্কুলস্তরের জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার খ বিভাগে প্রথম হয়েছে কল্যাণী শিমুরালির মেয়ে স্টেলা বিশ্বাস। সে শিমুরালি গার্লস প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। রাজ্য স্কুল স্তরের জিমন্যাস্টিক প্রতিযোগিতা পশ্চিম মেদিনীপুরের শালবনীতে অনুষ্ঠিত হয়। প্রথম হয় শিমুরালি সংস্কৃতি সঙ্ঘের জিমন্যাস্টিক বিভাগের ছাত্রী স্টেলা। আরেক ছাত্রী অনুষ্কা সাহাও খ বিভাগে পঞ্চম স্থান অধিকার করেছে।