অ্যাকোরিয়াম করতে গেলে কি কি লাগবে?

প্রথমে আপনাকে ঠিক করতে হবে কি ধরনের মাছ পুষবেন আপনার অ্যাকোরিয়ামে। সেই মাছের আকার অনুযায়ী আপনাকে নির্ধারণ করতে হবে আপনার অ্যাকোরিয়ামের সাইজ।

February 27, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

বেশ কয়েক দশক ধরেই রঙিন মাছ পোষা মানুষের শখের তালিকায় জায়গা করে নিয়েছে। অনেক ডাক্তার বা মনরোগের চিকিৎসকও পরামর্শ দেন বাড়িতে রঙিন মাছ পোষার। আবার অনেক ফেং সুই বিশেষজ্ঞও বলেন বাড়ির বিশেষ কোনে এই রঙিন মাছ রাখার। এসব জটিলতায় না পড়েও সিংহভাগ মানুষ রঙিন মাছ পোষেন নেহাত শখ থেকে বা ভালোলাগা থেকে।

প্রথমে আপনাকে ঠিক করতে হবে কি ধরনের মাছ পুষবেন আপনার অ্যাকোরিয়ামে। সেই মাছের আকার অনুযায়ী আপনাকে নির্ধারণ করতে হবে আপনার অ্যাকোরিয়ামের সাইজ। কিন্তু, যে মাছ পুষুন, কিছু জিনিস আপনাকে কিনতেই হবে। মেরিন বা, ন্যাচারাল অ্যাকোরিয়ামের ক্ষেত্রে কি কি প্রয়োজন, সেগুলি পরে আলোচনা করা যাবে। 

এখন দেখে নেওয়া যাক, সাধারণ মিষ্টি জলের মাছ পুষতে কি কি প্রয়োজন?

সৌজন্যঃ Poramorsho

১. অ্যাকোরিয়াম – সাইজ যাই হোক, কমপক্ষে ৮মিঃমিঃ পুরু নতুন কাঁচ দিয়ে তৈরী অ্যাকোরিয়ামের আয়ু অনেল বেশী হয়

২. ঢাকনা – একসময় ঢাকনা সমেত অ্যাকোরিয়াম বিক্রী হত। এখন আলাদা কিনতে হয়। বিভিন্ন ধরনের ঢাকনা পাওয়া গেলেও, অর্ডার দিয়ে ফাইবারের ঢাকনা করানোই টেঁকসই হয়

৩. পাথর – রোজের ময়লা পরিষ্কার করার হাত থেকে বাঁচতে নিশ্চিত উপায় হচ্ছে অ্যাকোরিয়ামের নীচে অন্তত ২ ইঞ্চি পাথর দেওয়া। বিভিন্ন আকার আকৃতির পাথর পাওয়া যায়। একটু দামী পালিশ করা পাথর দিলে কোনও রাসায়নিক জলে মেশার সম্ভবনা কম থাকে

সৌজন্যঃ Bayut

৪. আলো – আজকাল অনেক মাল্টিকালার আলো পাওয়া যায়। তবে সাদা টিউব লাইটই সবদিক থেকে ভালো

৫. ফিডার – আজকাল অনেকে ড্রাই ফুড খাওয়ায়। কিন্তু, মাছের পারম্পরিক খাবার কেঁচো দিতে হলে ফিডার আবশ্যিক

৬. পাম্প – মাছেদের বাঁচিয়ে রাখতে পাম্প আবশ্যিক। ভালো কোম্পানির পাম্প একটু দাম দিয়ে কেনাই ভালো

৭. থার্মোস্ট্যাট – জলের তাপমাত্রা সারা বছর ঠিক রাখতে থার্মোস্ট্যাট অবশ্যই প্রয়োজন

৮. থার্মোমিটার –  জলের তাপমাত্রা জানতে এটি খুব প্রয়োজন

৯. ফিল্টার – ফিল্টার অনেক ধরনের হয়

  • বেস ফিল্টার – এতে জলের নীচের ময়লা জলে কম মেশে
  • বক্স ফিল্টার – এতে জলের ময়লা পরিষ্কার হয়, তবে তেমন জনপ্রিয় না
  • পাওয়ার ফিল্টার – সবথেকে জনপ্রিয় এই ফিল্টার, এর জন্য বাহ্যিক কোনও পাম্পের প্রয়োজনও হয়না
  • টপ ফিল্টার – এই ফিল্টার একটু খরচসাপেক্ষ হলেও সবথেকে কার্যকরী এই ফিল্টার। তবে এই ফিল্টার লাগাতে হলে অ্যাকোরিয়ামের উচ্চতা বেশী হতে হবে
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen