আবর্জনামুক্ত শহরের খেতাব পেল বসিরহাট, স্বচ্ছতায় দেশের সেরা তালিকায় বাংলার নাম
নাগরিকদের সক্রিয় ভূমিকা ও প্রশাসনের ধারাবাহিক উদ্যোগকেই সাফল্যের মূল কারণ হিসেবে দেখছেন অনেকে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১১: বাংলার মুকুটে যুক্ত হল আরও এক পালক। কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ মিশন ২.০-র আওতায় বিশেষ সমীক্ষায় সেরা পরিচ্ছন্ন শহরের স্বীকৃতি পেল বসিরহাট (Basirhat)। আবর্জনামুক্ত শহরের (garbage free city) সম্মান পাওয়ায় উচ্ছ্বাস ছড়িয়েছে গোটা এলাকায়।
কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের উদ্যোগে এই সমীক্ষায় খতিয়ে দেখা হয় প্রতিটি ওয়ার্ডে বর্জ্য আলাদা করে ফেলা, নিয়মিত সংগ্রহ ও পুনর্ব্যবহার কতটা সফলভাবে হচ্ছে। সেই পরীক্ষায় সাফল্য পেয়েছে বসিরহাট পুরসভা।
নাগরিকদের সক্রিয় ভূমিকা ও প্রশাসনের ধারাবাহিক উদ্যোগকেই সাফল্যের মূল কারণ হিসেবে দেখছেন অনেকে। স্থানীয় ক্লাব, স্কুল থেকে সামাজিক সংগঠন- সকলের মিলিত প্রচেষ্টার ফলেই এসেছে এই সম্মান। পুরসভার পুরমাতা অদিতি মিত্র রায়চৌধুরী জানান, সামনে আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ ও ভেজা-শুকনো আবর্জনা পৃথকীকরণ আরও জোরদার করা হবে।
পরিবেশবিদদের মতে, বসিরহাট এখন শুধু জেলার নয়, রাজ্যেরও এক অনুকরণীয় মডেল। এতে দূষণ কমার পাশাপাশি নাগরিক জীবনের মানও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। প্রশাসনের বিশ্বাস, সাধারণ মানুষের সহযোগিতা অব্যাহত থাকলে বসিরহাট আগামী দিনে পশ্চিমবঙ্গের অন্যতম পরিচ্ছন্ন ও সবুজ শহরে পরিণত হবে।