বসিরহাটের ভোটার, ফর্ম গেল রানাঘাটে! কমিশনের ‘ভুলে’ বিপাকে ৫৫ বছরের স্বপ্না সরকার

November 11, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০৫: এসআইআর (SIR) প্রক্রিয়ার মধ্যে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হল বসিরহাট (Basirhat)। ৫৫ বছরের স্বপ্না সরকারের (Swapna Sarkar) নাম ২০০২ সালের ভোটার তালিকায় (Voter list) থাকা সত্ত্বেও এবার এনুমারেশন ফর্ম (Enumeration form) পাননি তিনি। পরে জানা যায়, তাঁর ভোটার আইডি ট্রান্সফার হয়ে গিয়েছে নদীয়ার রানাঘাটে (Ranaghat)।

বসিরহাট পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ন্যাওড়া এলাকার বাসিন্দা স্বপ্না সরকার দুই ভাইকে বড় করতে বিয়ে করেননি। সম্প্রতি দুই ভাইয়ের এনুমারেশন ফর্ম এলেও তাঁর নিজের ফর্ম না আসায় বিস্মিত হন পরিবার। বিএলও-কে ভোটার কার্ড দেখানোর পরই জানা যায়, তাঁর নাম অন্য জেলায় স্থানান্তরিত হয়েছে।

পরিবারের দাবি, সংশ্লিষ্ট বিএলও এই বিষয়ে কোনও স্পষ্ট জবাব দিতে পারেননি। ফলে আতঙ্কে দিন কাটছে স্বপ্নাদেবী ও তাঁর পরিবারের সদস্যদের। কোথায় গেলে সমস্যার সমাধান হবে, তা বুঝে উঠতে পারছেন না কেউ।

রাজ্যে বর্তমানে এসআইআর (SIR) প্রক্রিয়া চলছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ করছেন বিএলওরা। এই সময়েই এমন ঘটনা সামনে আসায় প্রশাসনিক গাফিলতি নিয়ে প্রশ্ন উঠছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen