জন্মদিনে ভাইজানের ‘ধামাকা’, প্রকাশ্যে ‘ব্যাটেল অফ গালওয়ান’-র টিজার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৪০: কথা দিয়েছিলেন ভক্তদের। জন্মদিনে সেই কথা রাখলেন বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan)। ২৭ ডিসেম্বর, শনিবার নিজের জন্মদিনে অনুরাগীদের বিশেষ ‘রিটার্ন গিফট’ দিলেন ভাইজান। প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’ (Battle of Galwan)-এর ধামাকারদার টিজার। আর প্রথম ঝলকেই নেটপাড়ায় ঝড় তুললেন ‘টাইগার’।
পাঁচ বছর আগে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। পরিচালনায় রয়েছেন ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ খ্যাত পরিচালক অপূর্ব লাখিয়া। টিজারের শুরুতেই বিরসা মুণ্ডার জয়গান, সঙ্গে বজরংবলী ও দেশমাতৃকার জয়ধ্বনিতে এক দেশাত্মবোধক আবহাওয়া তৈরি করা হয়েছে।
তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে সলমনের ‘লুক’। ছবিতে ‘কর্নেল বিকুমল্লা’র চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতাকে। টিজারে (teaser) তাঁর উপস্থিতি একেবারে বিধ্বংসী মেজাজে- কপাল ফেটে ঝরছে রক্ত, কাঁধে কাঁটাতার জড়ানো হাতিয়ার, আর চোখে প্রতিশোধের আগুন। হাতে আস্ত একটি গাছের গুঁড়ি নিয়ে একাই শয়ে শয়ে শত্রু নিধন করতে দেখা গেল তাঁকে। ভাইজানের এই ‘লার্জার দ্যান লাইফ’ অবতার দেখে ভক্তদের অ্যাড্রিনালিন রাশ যে তুঙ্গে, তা সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া দেখলেই বোঝা যাচ্ছে। এই ছবিতে সলমনের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন চিত্রাঙ্গদা সিং (Chitrangada Singh)।
অ্যাকশনের পাশাপাশি টিজারে সলমনের একটি সংলাপ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। টিজারের শেষে তাঁর গম্ভীর কণ্ঠে শোনা যায়, “মৃত্যুকে ভয় পাব কেন? মৃত্যু তো আসবেই…”। সিনে-বিশ্লেষক এবং ভক্তদের একাংশের মতে, এই সংলাপের বিশেষ তাৎপর্য রয়েছে। বর্তমান পরিস্থিতিতে লাগাতার প্রাণনাশের হুমকির মুখে দাঁড়িয়ে এই সংলাপ আদতে সলমনের বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি। অনেকেই মনে করছেন, পর্দার আড়াল থেকে আসলে ‘বিষ্ণোই গ্যাং’-এর হুমকির বিরুদ্ধেই পরোক্ষ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সুপারস্টার। বুঝিয়ে দিয়েছেন তিনি ভয় পান না।
ভক্তদের ভবিষ্যদ্বাণী, অপূর্ব লাখিয়ার পরিচালনায় সলমনের এই ছবি বক্স অফিসে নতুন ইতিহাস গড়বে এবং অনায়াসেই ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করবে। জানা গিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৬ সালের ১৭ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে ‘ব্যাটেল অফ গালওয়ান’।
View this post on Instagram