আজ JU-তে, ১ ফেব্রুয়ারি Presidency-তে মোদীকে নিয়ে বিবিসি-র তথ্যচিত্র প্রদর্শন
এদিকে তথ্যচিত্রটি আগামী ১ ফেব্রুয়ারিও প্রেসিডেন্সির এ কে বসাক অডিটোরিয়ামে দুপুর ৩ টের সময় দেখানো হবে বলে জানা গেছে ছাত্র সংগঠন আইসি ও সংঘর্ষ-এর পক্ষ থেকে।

আজ, ২৬ জানুয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নং গেটে সন্ধ্যা সাড়ে ৬টায় নরেন্দ্র মোদীকে নিয়ে BBC-র তৈরি তথ্যচিত্র ইন্ডিয়া: দি মোদি কোয়েশ্চেন’ প্রদর্শন হওয়ার কথা আছে। রাজনীতি সচেতন কলকাতার ছাত্র সমাজ স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদীকে নিয়ে এই তথ্যচিত্র দেখাতে এগিয়ে এসেছে । ছাত্র সংগঠন SFI আগেই জানিয়েছিল যে, তারা তথ্যচিত্রটির প্রদর্শন করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।
জানা যাচ্ছে, আগামী ২৭ জানুয়ারি SFI তথ্যচিত্রটির প্রদর্শন করতে পারে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। এদিকে তথ্যচিত্রটি আগামী ১ ফেব্রুয়ারিও প্রেসিডেন্সির এ কে বসাক অডিটোরিয়ামে দুপুর ৩ টের সময় দেখানো হবে বলে জানা গেছে ছাত্র সংগঠন আইসি ও সংঘর্ষ-এর পক্ষ থেকে।
বুধবার চণ্ডীগড়ের পঞ্জাব বিশ্ববিদ্যালয়েও কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI-র তরফে তথ্যচিত্রটি প্রদর্শিত হয়। মঙ্গলবার রাতে তথ্যচিত্র দেখানো নিয়ে উত্তেজনা তৈরি হয় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে, তবে বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠলেও SFI পরিচালিত ছাত্র সংসদ নিষেধাজ্ঞা অমান্য করে রাত ৯টা নাগাদ সেটি দেখাতে শুরু করে। এই নিয়ে তাদের সঙ্গে খন্ডযুদ্ধ বাধে AVBP-র সমর্থকদের ।