ফের কবে থেকে শুরু হবে IPL, জানাল BCCI

এক সপ্তাহের মধ্যে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, সেক্ষেত্রে কোথায় হবে আইপিএলের বাকি ম্যাচ, তা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে বিসিসিআই।

May 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যুদ্ধ পরিস্থিতিতে বিসিসিআই এক সপ্তাহের জন্য স্থগিত করেছে আইপিএল। এক সপ্তাহ পর আবার প্রতিযোগিতা শুরু করার ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বৃহস্পতিবার ধর্মশালায় ব্ল্যাকআউটের জন্য বাতিল হওয়া পঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ দিয়েই শুরু হতে পারে দ্বিতীয় দফা। বোর্ড সূত্রে খবর, দলগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এক সপ্তাহের মধ্যে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, সেক্ষেত্রে কোথায় হবে আইপিএলের বাকি ম্যাচ, তা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে বিসিসিআই। সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে এসেছে কলকাতার নামও।

বিসিসিআই চাইছে পূর্বে ভারতের রাজ্যগুলির পাশাপাশি দেশের দক্ষিণের রাজ্যগুলিতে বাকি ম্যাচগুলি আয়োজন করতে। আরও জানা গিয়েছে, ধরমশালায় ব্ল্যাক আউটের কারণে পরিত্যক্ত হওয়া পাঞ্জাব-দিল্লি ম্যাচ দিয়েই শুরু হতে পারে অষ্টাদশ আইপিএলের দ্বিতীয় দফা। বিসিসিআই সূত্রে খবর, দলগুলিকে ইতিমধ্যেই তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও প্রশ্ন উঠছে, যা পরিস্থিতি তাতে এক সপ্তাহের মধ্যে সব কিছু কি স্বাভাবিক হবে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen