IPL 2026: BCCI-এর নির্দেশের পর বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুরকে ছেড়ে দিল KKR

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.৪০: ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আসন্ন আইপিএল ২০২৬ মরসুমের আগে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছাড়ার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্তের বিষয়টি একান্তভাবে ইন্ডিয়া টুডে-কে নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। ফলে গত কয়েক দিন ধরে মুস্তাফিজুরের আইপিএল ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা চলছিল, তাতে স্পষ্টতা এল।
২০২৫ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত আইপিএল ২০২৬ মিনি-নিলামে ৯.২০ কোটি টাকায় মুস্তাফিজুরকে দলে নিয়েছিল কেকেআর। নিলামের পরেই এই সই ঘিরে চর্চা শুরু হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি বিতর্কের রূপ নেয়। বিশেষ করে কলকাতায় আইপিএল ম্যাচ হওয়ার কথা থাকায় রাজনৈতিক মহল এবং কিছু ধর্মীয় সংগঠনের তরফে আপত্তি তোলা হয়।
দেবজিৎ সাইকিয়া বলেন, “বর্তমান পরিস্থিতি ও সাম্প্রতিক যে সমস্ত ঘটনা ঘটছে, সেগুলি বিবেচনা করে বিসিসিআই কেকেআরকে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।” তিনি আরও জানান, “ফ্র্যাঞ্চাইজি চাইলে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে বিসিসিআই।”
যদিও বিসিসিআই সরাসরি রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে মন্তব্য করেনি, তবে বোর্ড যে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিয়েছে, তা স্পষ্ট। আইপিএল ২০২৬ শুরুর আগে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
ক্রিকেটের দিক থেকে দেখলে, এই সিদ্ধান্ত কেকেআরের বিদেশি পেস আক্রমণে বড় ফাঁক তৈরি করল। স্লো পিচে কার্যকর কাটার ও ভ্যারিয়েশনের জন্য পরিচিত মুস্তাফিজুর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারতেন। তবে বিসিসিআইয়ের আশ্বাস অনুযায়ী, কেকেআর চাইলে শিগগিরই তাঁর বদলি খেলোয়াড় সই করাতে পারবে।