ড্রিম১১ আর নয়, নতুন টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: ভারতীয় ক্রিকেট দলের জার্সি স্পনসরশিপে বড় পরিবর্তন আসতে চলেছে। দেশের সবচেয়ে বড় ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম ড্রিম১১ (Dream11) জানিয়েছে, তারা আর ভারতীয় ক্রিকেট দলের টাইটেল স্পনসর হিসেবে থাকছে না। ফলে আসন্ন এশিয়া কাপ ও মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের আগে নতুন স্পনসর খুঁজে বের করার চাপ এসে পড়েছে বিসিসিআই-এর ওপর।
সম্প্রতি সংসদে পাস হওয়া আইনে রিয়েল-মানি ভিত্তিক অনলাইন গেম অবৈধ ঘোষিত হয়েছে। সেই কারণে তাদের মূল ব্যবসায়িক কাঠামো ধাক্কা খেয়েছে। ড্রিম১১-এর প্রতিনিধিরা সম্প্রতি বিসিসিআই অফিসে গিয়ে বোর্ডকে জানিয়ে দিয়েছেন যে এই পরিস্থিতিতে তারা আর জার্সি স্পনসর চালিয়ে যেতে পারবে না।
বোর্ডের এক শীর্ষকর্তা জানিয়েছেন, “ড্রিম১১ স্পষ্ট করেছে যে তাদের আর্থিক কাঠামো আইনি পরিবর্তনের কারণে প্রভাবিত হয়েছে। তাই তারা দলকে স্পনসর করতে পারবে না। খুব অল্প সময় হাতে আছে, তবে আমরা নতুন বিকল্প খুঁজছি।”
তবে বোর্ডের জন্য স্বস্তির খবর হলো, এই চুক্তি ভাঙার জন্য ড্রিম১১-কে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। চুক্তিতে আগেই উল্লেখ ছিল, যদি সরকারি আইনে তাদের মূল ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়, তবে তারা আর্থিক দায় থেকে অব্যাহতি পাবে।
ড্রিম১১-এর এই সিদ্ধান্ত বোর্ডের জন্য বড় ধাক্কা। কারণ ২০২৩ সালে ৩ বছরের জন্য ৩৫৮ কোটি টাকার চুক্তিতে তারা ভারতীয় দলের জার্সি স্পনসর হয়েছিল। বাইজুস (Byju’s)-এর জায়গায় এসে তারা মূল স্পনসর হয়েছিল। কেবল জাতীয় দল নয়, আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ টুর্নামেন্ট, এমনকি আইসিসি-র সঙ্গেও চুক্তিবদ্ধ ছিল ড্রিম১১।
অনলাইন গেমিং বিল পাস হওয়ার পরপরই ড্রিম১১ ঘোষণা করে, তারা সব পেইড কনটেস্ট বন্ধ করে কেবল ফ্রি-টু-প্লে গেমস চালাবে। আর এই ধাক্কাতেই শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে তাদের সম্পর্কও শেষ হলো।
এখন প্রশ্ন একটাই—এশিয়া কাপের মাত্র দু’সপ্তাহ বাকি, এর মধ্যে নতুন স্পনসর কে হবে? বিসিসিআই আত্মবিশ্বাসী যে দ্রুত টেন্ডার ডেকে নতুন টাইটেল পার্টনার ঘোষণা করা হবে। তবে সময়ের চাপ যে এবার বোর্ডের কাঁধে অনেকটা বাড়িয়ে দিয়েছে, তাতে সন্দেহ নেই।