বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ সরানোর দাবিতে BCCI-র পাল্টা জবাব

January 4, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.০০: বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (BCB) তাদের ক্রীড়া মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে দেশের টি-২০ বিশ্বকাপ লিগ ম্যাচগুলি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আবেদন করার। এটি এসেছে মাস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বের করার পর “খেলোয়াড়দের নিরাপত্তা” নিয়ে উদ্বেগের কারণে। শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স (KKR) দল, যারা গত মাসের আবুধাবিতে হওয়া নিলামে ৯.২০ কোটি টাকায় তাকে দলে নিয়ে ছিল, BCCI-এর নির্দেশ অনুযায়ী বাংলাদেশের বাঁ-হাতি পেসারকে ছেড়ে দেয়।

BCB প্রেসিডেন্ট ও প্রাক্তন অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এ বিষয়ে জরুরি বোর্ড বৈঠকের পর কোনো মন্তব্য করেননি। তবে সরকারি উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, তিনি বোর্ডকে নির্দেশ দিয়েছেন ICC-এর কাছে লিখিতভাবে চিঠি দিয়ে চারটি লিগ ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আবেদন করতে। “যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার, চুক্তির অন্তর্ভুক্ত থাকলেও, ভারতের মাটিতে খেলতে নিরাপদ না থাকে, তাহলে জাতীয় দলও নিরাপদে ভারতে যাতায়াত করতে পারবে না। তাই আমরা শ্রীলঙ্কায় ম্যাচগুলোর আয়োজন চাই,” তিনি ফেসবুকে লিখেছেন।

বিসিসিআই সূত্র এই প্রস্তাব কার্যত নাকচ করে দিয়েছে। বোর্ডের এক কর্তা জানান, “টুর্নামেন্ট শুরু হতে মাত্র এক মাস বাকি। এমন পরিস্থিতিতে ম্যাচ ভেন্যু বদলানো প্রায় অসম্ভব। প্রতিপক্ষ দলের যাতায়াত, হোটেল, সম্প্রচার ব্যবস্থা—সবই আগেই চূড়ান্ত। হঠাৎ করে বদল মানেই বিশাল লজিস্টিক সমস্যা।” তাঁর কথায়, পাকিস্তানের ক্ষেত্রে আগেই আলাদা ব্যবস্থাপনা করা হয়েছিল, কিন্তু এখন নতুন করে পরিবর্তন করা সহজ নয়।

বাংলাদেশের চারটি ম্যাচের সময়সূচি: কলকাতায় – ওয়েস্ট ইন্ডিজ (৭ ফেব্রুয়ারি), ইতালি (৯ ফেব্রুয়ারি), ইংল্যান্ড (১৪ ফেব্রুয়ারি); মুম্বাইয়ে – নেপাল (১৭ ফেব্রুয়ারি)। তবে BCCI সূত্রের মতে, এক মাস বাকি অবস্থায় খেলা স্থানান্তর “লজিস্টিক্যালি কঠিন”। প্রতিদ্বন্দ্বী দল, হোটেল, বিমান টিকিট ও সম্প্রচার সংক্রান্ত সব বিষয় বিবেচনা করতে হবে।

এছাড়াও, ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং দেশে সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা BCCI-এর সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen