আইসিসির নতুন চেয়ারম্যান হলেন জয় শাহ

জগমোহন ডালমিয়া, শরদ পওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর বিসিসিআই থেকে আইসিসিতে গিয়েছিলেন।

August 27, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইসিসি চেয়ারম্যান হিসাবে দু’টি মেয়াদ পূর্ণ করার পর তৃতীয় বার না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন গ্রেগ বার্কলে। সেই পদে জয় শাহের আসীন হওয়ার জল্পনা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। আইসিসির নতুন চেয়ারম্যান হলেন জয় শাহ। ২৭ অগস্ট, মঙ্গলবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। শাহ ছাড়া আর কেউ মনোনয়ন দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন তিনি। শাহের নাম ঘোষণা করেছে আইসিসি।

ভারত থেকে এর আগে চার জন আইসিসির চেয়ারম্যান হয়েছেন। জগমোহন ডালমিয়া, শরদ পওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর বিসিসিআই থেকে আইসিসিতে গিয়েছিলেন। পঞ্চম চেয়ারম্যান হলেন শাহ। চলতি বছর ১ ডিসেম্বর থেকে নতুন দায়িত্ব নেবেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen