কোভিডবিধি মেনে আইপিএলে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিল বিসিসিআই

পুণের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ১৫টি ম্যাচ। প্লে-অফের খেলাগুলি হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

March 23, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

মহারাষ্ট্র সরকার আগেই জানিয়েছিল। এ বার বিসিসিআই ঘোষণা করে দিল যে আইপিএল চলাকালীন স্টেডিয়ামে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে। টিকিট বিক্রির কথাও ঘোষণা করে দিয়েছে বোর্ড। শুধু মাত্র অনলাইনেই টিকিট বিক্রি হবে। বুধবার দুপুর ১২টা থেকে আইপিএলের সরকারি ওয়েবসাইট ও বুক মাই শো-তে গিয়ে টিকিট কাটতে পারবেন দর্শকরা।

বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, আয়োজকদের সব ধরনের কোভিড বিধিনিষেধ মেনে চলতে হবে। দর্শকদেরও সব নিয়ম মানতে হবে। প্রথমে ঠিক হয়েছিল দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হবে। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতির অনেকটা উন্নতি হওয়ায় ও দর্শকদের উন্মাদনার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

গ্রুপ পর্বে হবে মোট ৭০টি খেলা। করোনা পরিস্থিতিতে মুম্বই ও পুণেতেই প্রতিযোগিতা করার কথা জানিয়েছে বোর্ড। যে মাঠগুলিতে খেলা হওয়ার কথা সেগুলি হল মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্রেব্রোর্ন ও ডিওয়াই পাটিল এবং পুণের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম। জানা গিয়েছে, মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্রেব্রোর্ন এবং ডিওয়াই পাটিল স্টেডিয়াম মিলিয়ে মোট ৫৫টি ম্যাচ হবে। পুণের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ১৫টি ম্যাচ। প্লে-অফের খেলাগুলি হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

এ বারের আইপিএল-এ দু’টি গ্রুপ করা হয়েছে। একটি গ্রুপে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপারজায়ান্টস। অন্য গ্রুপে রয়েছে চেন্নাই সুপার কিংস, গুজরাত টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রতিটি দল নিজেদের গ্রুপের বাকি চার দলের সঙ্গে দু’টি ম্যাচ খেলবে এবং অন্য গ্রুপে একটি দলের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে। বাকি চার দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। ২৬ মার্চ কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এ বারের প্রতিযোগিতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen