আরও আয় বৃদ্ধি BCCI-র, পাঁচ বছরে কত টাকা এল ভারতীয় ক্রিকেট বোর্ডে ভাঁড়ারে?
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড হল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার আরও ধনী হচ্ছে BCCI। পাঁচ বছরে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থার কোষাগারে ঢুকেছে ১৪,৬২৭ কোটি টাকা। আগামী ২৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) বার্ষিক সাধারণ সভা (AGM)। ইতিমধ্যে প্রতিটি রাজ্যের ক্রিকেট সংস্থাগুলিকে বিবৃতি পাঠিয়েছে বোর্ড। ২০২৪ সালের বার্ষিক সাধারণ সভার সময় বোর্ডের আয়ের যে হিসাব দেওয়া হয়েছিল তার উল্লেখ রয়েছে বিবৃতিতে।
BCCI-র বিবৃতিতে বলা হয়েছে, গত অর্থ বছরের শেষে সব রাজ্যের ক্রিকেট নিয়ামক সংস্থাকে টাকা দেওয়ার পর বোর্ডের কোষাগারে রয়েছে ২০,৬৮৬ কোটি টাকা। ২০১৯ সালে রাজ্যের সংস্থাগুলিকে টাকা দেওয়ার আগে বোর্ডের ভাঁড়ারে ছিল ৬,০৫৯ কোটি টাকা। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাঁচ বছরে বোর্ডের আয় বেড়েছে ১৪,৬২৭ কোটি টাকা।
২০২২-২৩ আর্থিক বছরের তুলনায় ২০২৩-২৪ অর্থ বছরে আয় বেড়েছে ৪,১৯৩ কোটি টাকা। ২০২৩-২৪ আর্থিক বছরে আয়কর বাবদ ৩,১৫০ কোটি টাকা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর্থিক স্বচ্ছতা নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না-পারে তার জন্য রাজ্য সংস্থাগুলিকে হিসাব জানানো হয়েছে।