বড়দিনের আগেই মহিলা ক্রিকেটারদের ‘মেগা গিফট’ BCCI-র, ম্যাচ ফি আড়াই গুণ বৃদ্ধি

December 23, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪০: ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য বড়সড় সুখবর। বড়দিনের আগেই দেশজুড়ে মহিলা ঘরোয়া ক্রিকেটারদের জন্য কার্যত “মেগা বোনাস” ঘোষণা করল BCCI। সাম্প্রতিক অ্যাপেক্স কাউন্সিল বৈঠকে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, মহিলা ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফিতে উল্লেখযোগ্য বৃদ্ধি আনা হবে। সোমবার, ২২ ডিসেম্বর এই প্রস্তাব পেশ করা হয় এবং তা অনুমোদনের পথে এগিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহিলা ঘরোয়া ক্রিকেটাররা এখন আগের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি ম্যাচ ফি পাবেন। এতদিন সিনিয়র মহিলা ক্রিকেটাররা প্লেয়িং ইলেভেনে থাকলে প্রতিদিন পেতেন ২০ হাজার টাকা। এবার সেই অঙ্ক বাড়িয়ে করা হচ্ছে ৫০ হাজার টাকা। শুধু মাঠে নামা ক্রিকেটাররাই নন, রিজার্ভ তালিকায় থাকা খেলোয়াড়রাও বড়সড় সুবিধা পাচ্ছেন। সিনিয়র রিজার্ভ ক্রিকেটারদের দৈনিক ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।

জুনিয়র মহিলা টুর্নামেন্টেও একইভাবে আর্থিক উন্নতি ঘটানো হয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি—দু’ধরনের ম্যাচেই নতুন কাঠামো কার্যকর হবে। ফলে ঘরোয়া স্তরে ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নেওয়া এখন অনেক বেশি আর্থিকভাবে টেকসই হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখযোগ্যভাবে, ২০২১ সালের পর এই প্রথম মহিলা ক্রিকেটারদের ম্যাচ ফিতে এত বড় সংশোধন আনল বোর্ড। জয় সাহের নেতৃত্বে মহিলা ক্রিকেটকে শক্তিশালী করতে একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল। আন্তর্জাতিক স্তরেও একই ধারা বজায় রয়েছে, যেখানে তিনি বর্তমানে ICC-র সভাপতির দায়িত্বে রয়েছেন।

বর্তমানে মিঠুন মানহাস এর নেতৃত্বে এই সিদ্ধান্ত আরও একবার প্রমাণ করল, ভারতীয় মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ গড়তে BCCI দীর্ঘমেয়াদি ও দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen