২০ হাজার টাকার বেশি নগদ লেনদেনে সাবধান! নিয়ম ভাঙলেই ১০০% জরিমানা

December 11, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৯:  কুড়ি হাজার টাকার বেশি নগদ লেনদেন করলেই হতে পারে বড় বিপদ। এমনকি আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে বিপদের দিনে নগদে টাকা ধার নিলেও গুনতে হতে পারে ১০০ শতাংশ জরিমানা। কালো টাকা রুখতে এবং ডিজিটাল লেনদেন বাড়াতে আয়কর দপ্তর (Income Tax Department) এমনই কড়া অবস্থান নিয়েছে।

সাধারণত জমি, বাড়ি বা ফ্ল্যাট কেনা-বেচার সময় একাংশ টাকা নগদে লেনদেনের (cash transactions) প্রবণতা থাকে। কিন্তু আয়কর দপ্তরের নতুন নিয়মে, কোনো ব্যক্তি সম্পত্তি বিক্রি করে ২০ হাজার টাকার বেশি নগদ গ্রহণ করতে পারবেন না। ধরা যাক, কেউ বাড়ি বিক্রি করে ৫ লক্ষ টাকা নগদে নিলেন। বিষয়টি নজরে এলে ওই ব্যক্তিকে ৫ লক্ষ টাকাই জরিমানা হিসেবে দিতে হবে।

শুধু সম্পত্তি নয়, ব্যবসার ক্ষেত্রেও একই কড়াকড়ি। কোন‌ও ব্যবসায়ী যদি কোনো গ্রাহকের থেকে এক দিনে ২ লক্ষ টাকার বেশি নগদ গ্রহণ করেন, তবে প্রাপ্ত পুরো টাকার সমপরিমাণ অর্থ জরিমানা হিসেবে দিতে হবে।

বিপদে-আপদে বন্ধু বা আত্মীয়দের থেকে নগদে টাকা ধার নেওয়া ভারতীয়দের দীর্ঘদিনের অভ্যাস। কিন্তু আয়কর আইন (Income Tax Act) অনুযায়ী, এই ধরনের নগদ ঋণের কোনো বৈধতা নেই। যদি কেউ নগদে ঋণ নেন এবং তা আয়করের নজরে আসে, তবে ঋণগ্রহীতাকে ওই টাকার ১০০ শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। অর্থাৎ, যত টাকা ধার নিয়েছেন, তত টাকাই জরিমানা।

বাড়িতে নগদ টাকা রাখার ক্ষেত্রে কোন‌ও নির্দিষ্ট ঊর্ধ্বসীমা বা ‘লিমিট’ নেই। তবে শর্ত একটাই, গচ্ছিত টাকার বৈধ আয়ের উৎস থাকতে হবে এবং তা আয়কর রিটার্নে (ITR) উল্লেখ থাকতে হবে।

সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছে ইডি ও আয়কর দপ্তর। নিয়ম অনুযায়ী, বাড়িতে তল্লাশির সময় যদি হিসাব-বহির্ভূত নগদ টাকা পাওয়া যায়, তবে তার ওপর ৮৪ শতাংশ কর ও জরিমানা ধার্য করা হতে পারে। আগে এই হার ছিল ৭৮ শতাংশ। এছাড়া টাকার উৎস জানাতে না পারলে বাজেয়াপ্ত করার পাশাপাশি আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে।

ব্যাঙ্ক থেকে টাকা তোলার ক্ষেত্রেও কড়া নজর রাখছে কেন্দ্র। কোন‌ও ব্যক্তি সেভিংস অ্যাকাউন্ট (Savings account) থেকে এক বছরে ১০ লক্ষ টাকার বেশি নগদ তুললে ব্যাঙ্ক সেই তথ্য আয়কর দপ্তরকে জানাবে। যদি ২০ লক্ষ টাকার বেশি তোলা হয়, তবে ব্যাঙ্ক সরাসরি টিডিএস (TDS) কেটে নেবে। এ ব্যাপারে তদন্ত‌ও করতে পারে আয়কর দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen