সর্ষের ফুল থেকে মধু সংগ্রহ করতে ক্ষেতের পাশে মৌবাক্স বসিয়েছে মালদহের মৌ-পালকরা

দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে সর্ষের ফুল থেকে মধু সংগ্রহে এখন ব্যস্ত মালদহের কালিয়াচকের মৌ-পালকরা। হিলি কৃষিদপ্তরের আধিকারিক আকাশ সাহা বলেন, মৌ চাষিরা আসায় সর্ষের ফলন প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পাবে।

January 10, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
দক্ষিণ দিনাজপুরে সর্ষের ফুল থেকে মধু সংগ্রহ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাঠজুড়ে এখন হলুদের ঢেউ। বিভিন্ন এলাকায় শর্ষেখেতে ফলন আসায় এমন চোখজুড়ানো দৃশ্য দেখা যাচ্ছে। এসব খেতের পাশেই মৌবাক্স বসিয়েছেন মৌচাষিরা। এতে মৌমাছির মাধ্যমে শর্ষে ফুলের পরাগায়নে সহায়তা হচ্ছে।

দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে সর্ষের ফুল থেকে মধু সংগ্রহে এখন ব্যস্ত মালদহের কালিয়াচকের মৌ-পালকরা। হিলি কৃষিদপ্তরের আধিকারিক আকাশ সাহা বলেন, মৌ চাষিরা আসায় সর্ষের ফলন প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পাবে। মৌমাছি শুধু মধুই সংগ্রহ করে না, ফসলের জন্য ক্ষতিকর কীটপতঙ্গ মেরে উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের সহায়তা করে। এবছর সর্ষের ফলন ভালো হবে বলে আশা করছি।

কালিয়াচকের বাসিন্দা মৌ-পালক সাকিরুল শেখ,আসিদুল শেখ বলেন, হিলির লস্করপুরে গত বছর বাক্স বসিয়েছিলাম। এবারে তিওর কালীবাড়িতে ২০০ বাক্স বসিয়েছি। দিনে ৬০-১০০ কেজি মধু সংগ্রহ করি। তাতে ২০ হাজার টাকা উপার্জন হয়। আমরা পাঁচ জন মিলে কাজ করছি। সর্ষের জমির পাশে পর পর রাখা হয় কাঠের বক্স। বক্সের ভিতরে আছে ফ্রেম। বাক্সেই থাকে তাঁদের পালনকারী একটি স্ত্রী ও পুরুষ এবং অসংখ্য শ্রমিক মৌমাছি। সকালে খুলে দেওয়া হয় সেই বাক্স। আর সঙ্গে সঙ্গেই মৌমাছি ছড়িয়ে পড়ে সর্ষের জমিতে।

মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করে আবারও বাক্সে ফেরে। বাক্সের মধ্যে ফ্রেমে চাক বানিয়ে সেখানে মধু সঞ্চয় করে মৌমাছিরা। একটি করে ফ্রেমে অন্তত হাজারটি মৌমাছি থাকে। ফ্রেম থেকে মৌমাছি বের করে মধু ভর্তি ফ্রেম দেওয়া হচ্ছে রিফেন্ড মেশিনে। দুই থেকে তিনটি করে ফ্রেম ঢোকান হয় মেশিনে। হাত দিয়ে ঘোরালে মেশিনের নীচে পাইপ দিয়ে চলে আসছে মধু। সেই মধু বালতি ভর্তি করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন কোম্পানিতে। প্রতি কেজি মধু ৩০০ টাকা করে বিক্রি হয়।। যা কোম্পানিতে যাওয়ার পর নানা ভাবে পরিশোধন করে প্যাকেজিং করা হয়। দুই মাস ধরে সর্ষে ফুলের জমির পাশে তাঁরা এভাবে মধু সংগ্রহ করছেন। ২০০টি ফ্রেম থেকে আবহাওয়া ভালো থাকলে দিনে গড়ে ৬০ থেকে ১০০ কেজি মধু সংগ্রহ হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen