২০১৯ নির্বাচনের আগে, ফেসবুককে ৪৪টি ‘‌বিরোধী’‌ পেজ আড়াল করতে বলেছিল বিজেপি

পেজগুলো প্রকাশ্যে বিজেপি–বিরোধিতার জন্য পরিচিত। সেই পেজগুলোকেই একটু আড়াল করার অনুরোধ জানিয়েছিল বিজেপি।

September 1, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আরও একবার প্রমাণিত হল বিজেপি–ফেসবুক যোগ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে ফেসবুককে ৪৪টি পেজের একটি তালিকা দিয়েছিল বিজেপি। পেজগুলো প্রকাশ্যে বিজেপি–বিরোধিতার জন্য পরিচিত। সেই পেজগুলোকেই একটু আড়াল করার অনুরোধ জানিয়েছিল বিজেপি। 

সকদল দাবি করেছিল, ওই পেজগুলো ‘‌প্রত্যাশিত স্ট্যান্ডার্ড ভঙ্গ করেছে’‌। ‘‌বাস্তবের সঙ্গে সম্পর্ক নেই’‌ এমন পোস্ট দেয় ওই পেজগুলো বলেও অভিযোগ তোলে বিজেপি। সোমবার পর্যন্ত, ওই ৪৪টি পেজের মধ্যে ১৪টি ফেসবুকে নেই। 

জেপি যেসব পেজগুলো আড়াল করতে বলেছিল, সেগুলো হল ভীম আর্মির অফিশিয়াল অ্যাকাউন্ট, ‘‌উই হেট বিজেপি’‌, কংগ্রেসের সমর্থক কিছু পেজ এবং ‘‌দ্য ট্রুথ অফ গুজরাট’‌ নামে একটি পেজ। ওই পেজ মূলত অলট নিউজ–এর ফ্যাক্ট চেকের পোস্ট করা হয়। সাংবাদিক বিনোদ দুয়া আর রবীশ কুমারের সমর্থনে দু’‌টি পেজ সরিয়ে নেওয়া হয় ফেসবুক থেকে। 

নভেম্বরে বিজেপি ফের ফেসবুককে ১৭টি পেজ পুনঃস্থাপনের আর্জি জানায়। এগুলো আগে ডিলিট করা হয়েছিল। পাশাপাশি দু’‌টি দক্ষিণপন্থী পেজ যাতে ফেসবুক থেকে বিজ্ঞাপন বাবদ টাকা (‌‌রেভিনিউ)‌ পায়, সে ব্যবস্থা করতে বলে। ওই দু’‌টি পেজ হল ‘‌দ্য চৌপল’‌ এবং ‘‌ওপিইন্ডিয়া’‌।


বিজেপি–র অনুরোধে ওই ১৭টি পেজই এখন ফেসবুকে রয়েছে। সংস্থার তরফে বিজেপি তথ্যপ্রযুক্তি শাখার প্রধান অমিত মালবিয়াকে জানানো হয়, ‘‌ভুল করে’‌ পেজগুলো সরানো হয়েছিল। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen