শাহের সফরের আগেই কোচবিহারে বিজেপিতে ভাঙন
তৃণমূলে যোগদান করার পরেই যুব মোর্চায় ভাঙন ধরেছে বলে তৃণমূলের দাবি।
February 11, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

বুধবার বিজেপির (BJP) যুব মোর্চার বেশকিছু কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। জেলা তৃণমূল পার্টি অফিসে দলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের হাত থেকে তাঁরা দলীয় পতাকা হাতে নেন। এঁরা মূলত দিনহাটা, বামনহাট, চৌধুরীহাট এলাকার কর্মী। প্রায় ৫০ জন সদস্য এদিন যোগদান করেন। কিছুদিন আগে কোচবিহারে যুব মোর্চার প্রাক্তন সভাপতি শৈলেন্দ্র সাহু তৃণমূলে (Trinamool) যোগ দিয়েছিলেন। তিনি তৃণমূলে যোগদান করার পরেই যুব মোর্চায় ভাঙন ধরেছে বলে তৃণমূলের দাবি।