বাদল অধিবেশন শুরু হওয়ার আগে বিজেপিকে তিন ‘পরামর্শ’ তৃণমূলের

শনিবার সন্ধ্যায় একটি টুইট করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

July 18, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সংসদের বাদল অধিবেশন শুরুর আগে নরেন্দ্র মোদী সরকারকে কটাক্ষের সুরে তিন পরামর্শ দিল তৃণমূল। শনিবার সন্ধ্যায় একটি টুইট করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। সেই টুইটেই এই তিন পরামর্শ দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে রাজ্যসভা চালাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠক করে শাসকদল। সেই বৈঠকে দেওয়া তৃণমূলের প্রস্তাবই টুইটে উল্লেখ করেছেন ডেরেক। লিখেছেন, ‘অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনা করতে রাজ্যসভার দলনেতাদের বৈঠকে তৃণমূল তিনটি প্রস্তাব দিয়েছে। ইদানীং বিলের স্ক্রুটিনির সংখ্যা কমেছে। ভারত সরকারে উচিত এ বিষয়ে নজর দেওয়া হোক। আলোচনা ও কলিং অ্যাটেনশানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি সাপ্তাহিক তালিকায় আনা হোক। সংসদের রীতিনীতি মেনে চলা হোক।’

রাজনীতির কারবারিরা মনে করছেন ডেরেক টুইটের মাধ্যমে এমন অভিযোগই তুলতে চেয়েছেন যে, কেন্দ্রীয় সরকার সংসদে আলোচনা চায় না। একই সঙ্গে তাঁর বক্তব্যের মধ্যেই রয়েছে সংসদের কার্যপদ্ধতিতে রীতি না মানার অভিযোগ। শনিবার করা টুইটে একটি পরিসংখ্যান দিয়েও নিজেদের অভিযোগের স্বপক্ষে যুক্তি দিয়েছেন ডেরেক। সংসদে আনা বিল সিলেক্ট কমিটির কাছে স্ক্রুটিনি করতে পাঠানোর সংখ্যা কী ভাবে নীচে নেমেছে, তা গ্রাফিকে উল্লেখ করে দাবি করা হয়েছে, ১৪তম লোকসভায় স্ক্রুটিনি হত ৬০ শতাংশ। ১৫তম লোকসভায় সেটা বেড়ে হয় ৭১ শতাংশ। মোদীর জমানায় ১৬তম লোকসভায় সেই হার নেমে এসেছিল ২৫ শতাংশে। আর দ্বিতীয় মোদী সরকার গত ডিসেম্বর পর্যন্ত ১১ শতাংশ বিল স্ক্রুটিনির জন্য সিলেক্ট কমিটির কাছে পাঠিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen