ছাব্বিশের ভোটের আগে ফের হিন্দুত্বে শান! রথযাত্রার ভাবনা বঙ্গ বিজেপির

November 21, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩০: একুশের মতোই ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ফের রথযাত্রা কর্মসূচি নেওয়ার ভাবনা শুরু করেছে বঙ্গ বিজেপি (BJP)। সূত্রের খবর, ইতিমধ্যেই শীর্ষ নেতৃত্বস্তরে এই কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে সাংগঠনিক দুর্বলতা আড়াল করতে এবং ফের নতুন করে হিন্দুত্বে শান দিতে রথযাত্রা আয়োজনের চিন্তাভাবনা করছে বঙ্গ বিজেপি, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

উল্লেখ্য, সিপিএম (CPM) ইতিমধ্যেই রাজ্যজুড়ে ‘বাংলা বাঁচাও যাত্রা’ নামে কর্মসূচি শুরু করেছে। তার পরই গেরুয়া শিবিরের অন্দরেও একই ধরনের কর্মসূচি নেওয়ার চিন্তাভাবনা শুরু হয়েছে।

বিজেপি (BJP) সূত্রে জানা গিয়েছে, রাজ্যের সাংগঠনিক কাঠামো অনুযায়ী পাঁচটি জোনকে কেন্দ্র করে রথযাত্রা হবে। হাওড়া-হুগলি-মেদিনীপুর জোনে ১০টি লোকসভা কেন্দ্র, আর রাঢ়বঙ্গ, নদীয়া, কলকাতা ও উত্তরবঙ্গ জোনে রয়েছে ৮টি করে লোকসভা কেন্দ্র। রাজ্যজুড়ে মোট পাঁচটি রথ বের করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ২৯৪টি বিধানসভা আসন ছুঁয়ে যাওয়ার চেষ্টা করবে বিজেপি। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে কর্মসূচি শুরু হতে পারে।

জানা গিয়েছে, সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda) প্রথম রথযাত্রার সূচনা করবেন। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আসতে পারেন। যদিও এখনও এই কর্মসূচি চূড়ান্ত হয়নি, শীর্ষ নেতৃত্বের ভাবনার স্তরে রয়েছে বলেই খবর।

সূত্রের খবর, চলতি সপ্তাহেই বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা হওয়ার কথা। তার পর প্রথম রাজ্য কার্যকারিণী বৈঠকেই রথযাত্রা কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen