ছাব্বিশের আগে BJP-তে ফের গোষ্ঠীদ্বন্দ্ব! মহেশতলায় গরম চায়ে কর্মীর চোখ ঝলসে দেওয়ার অভিযোগ

November 29, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০৪: ছাব্বিশের আগে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় ফের সামনে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। সাংগঠনিক জেলার এক দলের বৈঠকের মধ্যেই নেতৃত্ব এবং কর্মীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কি চলল। অভিযোগ, সেই উত্তেজনার মধ্যেই এক বিজেপি (BJP) কর্মীর মুখে গরম চা ছোড়ে দেওয়া হয়।

ঘটনাটি শুক্রবার রাতে। মহেশতলার (Maheshtala) নুঙ্গি স্টেশন লাগোয়া বিজেপির দলীয় কার্যালয়ে ৬ নম্বর মণ্ডলের বৈঠক চলছিল। সেই সময় প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দারের সঙ্গে কিছু কর্মীর তর্ক বাধে। কিছুক্ষণ পর তর্ক থেমে গেলেও অভিজিৎ সর্দার সভা ছেড়ে বাইরে বেরিয়ে যান।

অভিযোগ, এরপরই পরিস্থিতি আরও খারাপ হয়। বিজেপির (BJP) প্রাক্তন বস্তি উন্নয়ন সেলের কনভেনার সঞ্জীব সেনের দাবি, প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দার তাঁকে লক্ষ্য করে গরম চা ছুড়ে দেন। চা তাঁর ডান চোখে লাগায় জ্বালা, যন্ত্রণা এবং দেখতে অসুবিধা শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন।

সংবাদ পেয়ে মহেশতলা থানার পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সঞ্জীব সেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তাঁকে চিকিৎসার জন্য বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়েছে।

ঘটনা নিয়ে বিজেপির বর্তমান জেলা সভাপতি সোমা ঘোষ এবং প্রাক্তন সভাপতি অভিজিৎ সর্দারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কোনও মন্তব্য করতে চাননি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মহেশতলার এই উত্তেজনা ছাব্বিশের ভোটের আগে ফের সংগঠনের ভেতরের অস্থিরতা সামনে এনে দিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen