শ্রাবন্তীর টিকিট পাওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন বেহালার কর্মী সমর্থকরা

বিজেপি নেতৃত্ব শ্রাবন্তীকে এখানে প্রার্থী করে কার্যত ভোটের আগেই জিতিয়ে দিলো তৃণমূলকে।

March 19, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

শ্রাবন্তী চ্যাটার্জীকে(Srabanti Chatterjee) প্রার্থী হিসেবে নির্বাচিত করে বিজেপি(BJP) দলের ইমেজ খারাপ করেছে। রাজ্যের এক প্রথম সারির বিজেপি নেতাকে ম্যানেজ করে প্রার্থী তালিকায় নাম তুলেছেন শ্রাবন্তী।” বেহালা পশ্চিম(Behala Paschim) কেন্দ্র থেকে শ্রাবন্তির নাম ঘোষণা হওয়ার পরে এমনই বিস্ফোরক অভিযোগ করে প্রতিবাদে ফেটে পড়েছেন বেহালা পশ্চিম এর আদি বিজেপি নেতা এবং কর্মীরা।

পাশাপাশি দীর্ঘদিন ধরে বেহালা পশ্চিম এলাকায় বিজেপির দলীয় সংগঠনের অন্যতম মুখ তথা বিজেপি সোশ্যাল মিডিয়া সেলের অন্যতম সদস্য গার্গী মুখার্জী জানালেন, “ভগবান শ্রীরামচন্দ্র এসে বললেও শ্রাবন্তীর হয়ে প্রচারে নামব না আমরা। পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে আমাদের ক্ষোভ রয়েছে। কিন্তু বিজেপি নেতৃত্ব শ্রাবন্তীকে এখানে প্রার্থী করে কার্যত ভোটের আগেই জিতিয়ে দিলো তৃণমূলকে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen