বেনজির! Rajya Sabha-য় পূর্ণমন্ত্রী না-থাকায় মুলতুবি হল অধিবেশন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১৩: বেনজির ঘটনা ঘটল উচ্চকক্ষ! সংসদে অধিবেশন চলছে। কিন্তু কোনও পূর্ণমন্ত্রী উপস্থিত ছিলেন না। বাধ্য হয়ে অধিবেশন মুলতুবি করতে হয় চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতিকে। এ ঘটনা কার্যত নজিরবিহীন। সরকারের এহেন আচরণকে সংসদের অপমান হিসাবে দেখছে বিরোধী শিবির।
আজ, শুক্রবার সংসদ হামলার ২৪ বছর পূর্তি। ওই হামলায় নিহত নিরাপত্তারক্ষীদের শ্রদ্ধা জানান রাজ্যসভার সাংসদরা। বিরোধীরা দেখেন, কোনও পূর্ণমন্ত্রী অধিবেশনে নেই। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী কোনও পূর্ণমন্ত্রী না-থাকলে অধিবেশন চালানো যায় না। অনুপস্থিতির বিষয়টি রাজ্যসভার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধীরা।
কমপক্ষে একজন পূর্ণমন্ত্রী যাতে রাজ্যসভায় উপস্থিত থাকেন, তা নিশ্চিত করতে অনুরোধ করেন বিরোধী সাংসদরা। কোনও মন্ত্রী না-আসা পর্যন্ত অধিবেশন মুলতুবি করার দাবি জানান তাঁরা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “এটা সভার অপমান।”
উপরাষ্ট্রপতি তথা চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণ কোনও একজন পূর্ণমন্ত্রীকে উপস্থিত হতে বলার জন্য এক প্রতিমন্ত্রীকে অনুরোধ করেন রাজ্যসভার চেয়ারম্যান। পাঁচ মিনিট পরও কোনও পূর্ণমন্ত্রী আসেননি। বাধ্য হয়ে অধিবেশন মুলতুবি করতে হয়। ১০ মিনিট কোনও মন্ত্রী না-আসায় অধিবেশন মুলতুবি ছিল। মন্ত্রী না-থাকায় অধিবেশন বন্ধ থাকা বিরল ঘটনা।