টেন্ডার পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার বঙ্গ BJP-র সাধারণ সম্পাদক

ঘটনার পিছনে আরও কয়েকজন থাকতে পারে বলে অনুমান পুলিশের।

November 27, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আর্থিক প্রতারণার দায়ে গ্রেপ্তার হলেন বিজেপি নেতা। এ ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে। টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আর্থিক প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার হলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক নবারুণ নায়েক। তাঁর স্ত্রীও গ্রেপ্তার হয়েছেন। তমলুক লোকসভা কেন্দ্রের দায়িত্বে ছিলেন নবারুণ নায়েক। শুভেন্দু থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ, সকলের সঙ্গেই ছবি আছে নবারুণ নায়েকের।

বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক নবারুণ নায়েক ও নবারুণ নায়েকের স্ত্রী তনুশ্রী রায় নায়েককে মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার পুলিশ গ্রেপ্তার করেছে। দুটি ভুয়ো টেন্ডার দিয়ে দেড় কোটি টাকার বেশি আত্মসাৎ করার অভিযোগ উঠছে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে। প্রতারিত ব্যক্তিরা তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে প্রতারণার ঘটনা সত্য। তখনই তাঁদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: ভোটের আগে কয়েকদিন পরিশ্রম করে বাংলায় জেতা সম্ভব? প্রশ্ন বিজেপি’র অন্দরে

ঘটনার পিছনে আরও কয়েকজন থাকতে পারে বলে অনুমান পুলিশের। টেন্ডার প্রতারণার সঙ্গে অসম সরকারের নাম জড়িয়ে যাচ্ছে। বড় র‌্যাকেট কাজ করেছে বলে পুলিশ জানতে পেরেছে। বিজেপির রাজ্য সম্পাদক ও তাঁর স্ত্রী ছাড়াও অসমের বাসিন্দা দীপঙ্কর ধর–সহ আরও কয়েকজনের নাম উঠে আসছে। কলকাতার ঠিকাদার বিশ্বজিৎ দত্ত এবং তাঁর সহযোগী ঠিকাদার ডায়মন্ডহারবারের কালীচরণপুরের বাসিন্দা ভাস্কর মণ্ডলকে কম্বল সরবরাহের দুটি আলাদা টেন্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় নবারুণ। টাকা যাতে সঠিকভাবে আসে তার সমন্বয়ের কাজ করেন নবারুণের স্ত্রী তনুশ্রী রায়। দুই ব্যক্তির থেকে নবারুণ ও তাঁর স্ত্রী তনুশ্রী ১ কোটি ৬০ লক্ষ টাকা নেন বলে অভিযোগ।

অভিযোগ দায়ের হতেই একাধিকবার তমলুক থানার পক্ষ থেকে নবারুণ নায়েক ও তাঁর স্ত্রী তনুশ্রীকে জেরা করা হয়। বেশ কয়েকবার হাজিরা এড়িয়ে গিয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক। মঙ্গলবার চতুর্থ পর্যায়ের পুলিশের জেরায় নানা অসঙ্গতি ধরা পড়ে। তারপরই তমলুক থানার পুলিশ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক নবারুণ নায়েক ও তাঁর স্ত্রী তনুশ্রী রায় নায়েককে গ্রেপ্তার করে। এক ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৬০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর বঙ্গবিজেপির রাজ্য সম্পাদক নবারুণ নায়েককে বরখাস্ত করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen