বিধানসভার ফলের নিরিখে অনেক বিজেপি সাংসদই ডাহা ফেল, বলছে তথ্য

ওই দুই লোকসভা কেন্দ্রের একটি আসনেও জয় পায়নি বিজেপি। সবচেয়ে ভাল ফল হয়েছে নিশীথ প্রামাণিকের কোচবিহার ও জন বার্লার আলিপুরদুয়ারে।

June 15, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

কেন্দ্রীয় মন্ত্রিসভায় শীঘ্রই রদবদল আনতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিজেপি শিবিরে এমন জল্পনা রয়েছে যে, তাতে নতুন মন্ত্রী পেতে পারে বাংলা। আবার বাংলার সাংসদদের মন্ত্রিত্ব বন্টন করা হলে রাজ্যের সংগঠনেও রদবদল হতে পারে। কিন্তু যেটাই করা হোক, তার আগে হিসেব চলছে কোন সাংসদের কাজের খতিয়ান কেমন। সেটা দেখতে গিয়ে নজর দেওয়া হচ্ছে সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে ১৮ সাংসদের লোকসভা এলাকায় বিধানসভা ভিত্তিক ফলাফলের উপর। দেখা যাচ্ছে সবচেয়ে খারাপ ফল হয়েছে হুগলি ও ঝাড়গ্রামে। ওই দুই লোকসভা কেন্দ্রের একটি আসনেও জয় পায়নি বিজেপি। সবচেয়ে ভাল ফল হয়েছে নিশীথ প্রামাণিকের কোচবিহার ও জন বার্লার আলিপুরদুয়ারে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এর বিজেপি-র (BJP) বড় ভরসা ছিল ২০১৯ সালে জেতা ১৮টি লোকসভা আসনের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি। ২০১৯ সালের ফলের নিরিখে রাজ্যে মোট ১২১ বিধানসভা আসনে এগিয়ে ছিল বিজেপি। ১৮টি লোকসভার মোট ১২৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৯৬টিতে বিজেপি এগিয়ে ছিল। কিন্তু ফল ঘোষণার পর দেখা গিয়েছে তারা জয় পেয়েছে ৬০টিতে। বিস্তারিত হিসাব বলছে এগিয়ে থাকা ৩৭টি আসনে হেরেছে বিজেপি। কারণ, কোচবিহারের শীতকুচিতে লোকসভার ফলের নিরিখে বিজেপি পিছিয়ে থাকলেও জয় পেয়েছে বিধানসভা নির্বাচনে।

বিজেপি-র বেশিরভাগ বিধায়কই উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরের সাংসদদের রিপোর্ট কার্ডও ভাল। কোচবিহার আসনের পাঁচটি বিধানসভায় লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়ে থাকলেও এ বার জিতেছে ছ’টিতে। তবে সাংসদ নিশীথ বিধানসভা নির্বাচনে সবচেয়ে কম ব্যবধানে জয় পেয়েছেন। আবার জন বার্লার এলাকা আলিপুরদুয়ারে ফলাফল একই আছে। ২০১৯-এর মতো ২০২১-এও সাতে সাত পেয়েছেন বার্লা। তুলনায় ফল খারাপ সাংসদ জয়ন্তকুমার রায়ের এলাকায়। জলপাইগুড়িতে তিনটি এগিয়ে থাকা আসনে হার হয়েছে বিজেপি-র। রাজু বিস্তার দার্জিলিঙেও একটি আসন কমেছে। কালিম্পং বিধানসভা আসনটি হারিয়েছে বিজেপি।

কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর রায়গঞ্জ লোকসভা আসনের অন্তর্গত সাতটি আসনে ফল খারাপ হয়েছে। লোকসভায় চারটি আসনে বিজেপি এগিয়ে থাকলেও বিধানসভা ভোটে জয় মিলেছে দুটিতে। তবে রাজ্য বিজেপি নেতাদের বক্তব্য, লোকসভা নির্বাচনে রায়গঞ্জে মহম্মদ সেলিম সিপিএম প্রার্থী হওয়ায় অনেকটা ভোট পেয়েছিলেন। তাতে অনেক মুসলিম প্রধান এলাকাতেও বিজেপি এগিয়েছিল। বিধানসভা নির্বাচনে সেই সুবিধা পাওয়া যায়নি করণদিঘি, হেমতাবাদের মতো আসনে। সাংসদ সুকান্ত মজুমদারের এলাকা বালুরঘাটে অবশ্য একই ফল ধরে রাখতে পেরেছে গেরুয়া শিবির। একই ছবি খগেন মুর্মুর মালদহ উত্তর লোকসভা আসন এলাকাতেও।

দেখে নেওয়া যায় কোন কোন সাংসদের কোন কোন বিধানসভায় হেরেছে বিজেপিঃ

  • কুনার হেমব্রম- ২০১৯- ৫/৭, ২০২১- ০/৭ হেরেছেন- নয়াগ্রাম, গোপীবল্লবপুর, ঝাড়গ্রাম, গড়বেতা, শালবনি, বিনপুর, বান্দোয়ান
  • লকেট চট্টোপাধ্যায়- ২০১৯- ৫/৭, ২০২১- ০/৭, হেরেছেন- সিঙ্গুর, চন্দননগর, চুচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, ধনেখালি
  • দিলীপ ঘোষ- ২০১৯- ৫/৭, ২০২১- ১/৭, হেরেছেন- এগরা, দাঁতন, কেশিয়ারি, নারায়ণগড়, খড়গপুর, মেদিনীপুর
  • অর্জুন সিং- ২০১৯- ৫/৭, ২০২১- ১/৭ হেরেছেন- আমডাঙা, বীজপুর, নৈহাটি, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর
  • এস এস অহলুওয়ালিয়া- ২০১৯- ৩/৭, ২০২১-১/৭, হেরেছেন- বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর, ভাতার, গলসি, দুর্গাপুর পুর্ব
  • দেবশ্রী চৌধুরী – ২০১৯- ৪/৭, ২০২১- ২/৭, হেরেছেন- ইসলামপুর, গোয়ালপোখোর, চাকুলিয়া করণদিঘি, হেমতাবাদ
  • বাবুল সুপ্রিয়- ২০১৯- ৭/৭, ২০২১- ২/৭, হেরেছেন- পান্ডবেশ্বর, রানিগঞ্জ, জামুরিয়া, আসানসোল উত্তর, বারবনি
  • সুকান্ত মজুমদার- ২০১৯- ৩/৭, ২০২১- ৩/৭, হেরেছেন- কুশমান্ডি, কুমারগঞ্জ, হরিরামপুর
  • খগেন মুর্মু- ২০১৯- ৩/৭, ২০২১- ৩/৭, হেরেছেন- চাঁচল, হরিশচন্দ্রপুর, রতুয়া, মালতিপুর
  • জয়ন্ত কুমার রায়- ২০১৯- ৬/৭, ২০২১- ৩/৭, হেরেছেন- মেখলিগঞ্জ, রাজগঞ্জ, মাল, জলপাইগুড়ি
  • সুভাষ সরকার- ২০১৯- ৭/৭, ২০২১- ৪/৭, হেরেছেন- রানিবাধ, রাইপুর, তালড্যাংড়া
  • জ্যোতির্ময় মাহাতো- ২০১৯- ৭/৭, ২০২১- ৫/৭, হেরেছেন- বাগমুন্ডি, মানবাজার
  • সৌমিত্র খাঁ- ২০১৯- ৬/৭, ২০২১- ৫/৭, হেরেছেন- খন্ডঘোষ, বরজোড়া
  • রাজু বিস্তা- ২০১৯- ৬/৭, ২০২১- ৫/৭, হেরেছেন- কালিম্পং, চোপড়া
  • নিশীথ প্রামানিক- ২০১৯- ৫/৭, ২০২১- ৬/৭, হেরেছেন- সিতাই
  • শান্তনু ঠাকুর- ২০১৯- ৬/৭, ২০২১- ৬/৭, হেরেছেন- স্বরূপনগর
  • জগন্নাথ সরকার- ২০১৯- ৬/৭, ২০২১- ৬/৭, হেরেছেন- নবদ্বীপ
  • জন বার্লা- ২০১৯- ৭/৭, ৭/৭, হারেননি একটিও বিধানসভা আসন
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen