BJP: মোদীর সভাকে ঘিরে ফের প্রকাশ্যে বঙ্গ বিজেপির দ্বন্দ্ব, দিলীপের সঙ্গে ব্রাত্য মিঠুন, লকেটও

অন্যদিকে, জনসভার মঞ্চে মিঠুন চক্রবর্তীর অনুপস্থিতিও আলোচনার কেন্দ্রবিন্দুতে। দলের একাংশের দাবি, তাঁকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোই হয়নি,

August 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.০০: বঙ্গ বিজেপির (BJP) অভ্যন্তরীণ কোন্দল ফের স্পষ্ট হয়ে উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) দমদমের জনসভাকে ঘিরে। শুক্রবারের এই অনুষ্ঠানে রাজ্য বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ নেতাকে আমন্ত্রণ না জানানোয় তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। এই তালিকায় রয়েছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং অন্যতম সাধারণ সম্পাদক (General Secretary) লকেট চট্টোপাধ্যায়। অবাক করার বিষয় হলো, মাত্র কয়েকদিন আগে দুর্গাপুরে প্রধানমন্ত্রীর আরেকটি একটি সভায় লকেট চট্টোপাধ্যায় সক্রিয় ভূমিকায় ছিলেন এবং জাতীয় কর্মসমিতির (National Executive) সদস্য, অভিনেতা মিঠুন চক্রবর্তীও (Mithun Chakraborty) সেখানে উপস্থিত ছিলেন। এবার দু’জনকেই দেখা গেলনা মোদীর সভায়।

দমদমে প্রধানমন্ত্রীর মেট্রো উদ্বোধন (metro inauguration) এবং জনসভার গুরুত্বপূর্ণ ইভেন্টে লকেট চট্টোপাধ্যায়ের মতো একজন নেত্রীকে বাদ দেওয়া বিজেপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। দলীয় সূত্রে জানা যাচ্ছে, দিলীপ ঘোষকে যেমন একাধিকবার উপেক্ষা করা হয়েছে, লকেট চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও একই কৌশল (strategy) অবলম্বন করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই সিদ্ধান্তে লকেট নিজেও অত্যন্ত অসন্তুষ্ট বলে খবর।

অন্যদিকে, জনসভার মঞ্চে মিঠুন চক্রবর্তীর অনুপস্থিতিও আলোচনার কেন্দ্রবিন্দুতে। দলের একাংশের দাবি, তাঁকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোই হয়নি, তাই তিনি আসেননি। তবে অন্য একটি গোষ্ঠী জানিয়েছে, মিঠুন ব্যক্তিগত কোনো কাজে ব্যস্ত থাকায় তিনি এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

বিজেপির নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রীর জনসভার মতো অনুষ্ঠানে রাজ্য সভাপতি (State President), সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় মন্ত্রী (Union Ministers) এবং সংশ্লিষ্ট জেলা সভাপতিরাই মঞ্চে অবস্থান করেন। কিন্তু লকেট চট্টোপাধ্যায়, যিনি দলের আদি শিবিরের একজন বিশিষ্ট মুখ হিসেবে পরিচিত, তাঁকে হঠাৎ করে এমনভাবে প্রান্তিক করা (marginalized) রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen