মুর্শিদাবাদ জেলায় নতুন মহকুমা তৈরির প্রস্তাব অনুমোদন করল বাংলার মন্ত্রিসভা
June 3, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৩০: সোমবার পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুর্শিদাবাদ জেলায় একটি নতুন মহকুমা তৈরির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
গত ৬ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় পরিদর্শন করার সময় নতুন মহকুমা তৈরির কথা ঘোষণা করেন। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অবশেষে এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
জেলার তিনটি অঞ্চল, সুতি (ব্লক-১ এবং ব্লক-২), ফারাক্কা এবং ধুলিয়ান নিয়ে নতুন মযলূম তৈরি করা হবে, যেগুলি বর্তমানে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় অন্তর্ভুক্ত।
নতুন মহকুমা তৈরির ফলে মুর্শিদাবাদ জেলার মোট মহকুমা সংখ্যা বেড়ে ছয়টি হবে।