বাংলায় নতুন করে সংক্রমিত ১১৫, রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ২৫৭৬

আরও বাড়ল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আরও ১১৫ জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫৭৬। একদিকে সংক্রমণ যেমন ছড়াচ্ছে তেমনি বাড়ছে মৃত্যু। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬০। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

May 16, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আরও বাড়ল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আরও ১১৫ জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫৭৬। একদিকে সংক্রমণ যেমন ছড়াচ্ছে তেমনি বাড়ছে মৃত্যু। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬০। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে নতুন করে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে কো-মরবিটিতে মৃত ৭২। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু ২৩২। এদিন এমনই জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। একদিকে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি করোনা থেকে মুক্তও হচ্ছেন অনেকে।

রাজ্যে নতুন করে করোনা-মুক্ত হয়েছেন ৬৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েও চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৮৯২ জন। রাজ্যে করোনায় সুস্থতার হার ৩৪.৬২ শতাংশ।

করোনা মোকাবিলায় জোরদার তৎপরতার সঙ্গে কাজ করছে রাজ্য সরকার। জেলাগুলিতেও স্বাস্থ্য় পরিকাঠামো ব্যবস্থা সুদৃঢ় করা হচ্ছে।

মারণ ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় জেলায়-জেলায় তৎপরতার সঙ্গে কাজ করছে প্রশাসন। জেলাগুলিতে কোয়ারেন্টাইন সেন্টারের সংখ্যা আরও বাড়াতে সচেষ্ট রয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।

নবান্নের তরফেও জেলাগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জেলাগুলিতে কোয়ারেন্টাইন সেন্টারের সংখ্যা বাড়ানো হচ্ছে।

জেলাশাসকদের কোয়ারেন্টাইন সেন্টারগুলির ছবি তুলে পাঠাতে বলা হয়েছে। টুইটে সেই ছবি আপলোড করতে বলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen