দিল্লিতে তলব করে পন্থকে ‘প্রবল চাপ’ কমিশনের, মুখ্যসচিব বুঝিয়ে এলেন কেন FIR করা হয়নি

বুধবার বিকেল পাঁচটা নাগাদ দিল্লিতে কমিশনের দপ্তরে পৌঁছন মনোজ পন্থ। ঘণ্টাখানেকের বৈঠক হয়।

August 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:৪৫: রাজ্য সরকারের চার জন অফিসারকে সাসপেন্ড করার প্রশ্নে নবান্ন ও নির্বাচন কমিশনের (Election Commission) সংঘাতের পারদ দিল্লি পৌঁছে গেছে। মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতে ডেকে ‘প্রবল চাপ’ জাতীয় নির্বাচন কমিশনের। বুধবার বিকেল পাঁচটা নাগাদ দিল্লিতে কমিশনের দপ্তরে পৌঁছন মনোজ পন্থ। ঘণ্টাখানেকের বৈঠক হয়।

যদিও এ বিষয়ে কমিশনের তরফে প্রকাশ্যে কিছু বলা হয়নি। সরকারি ভাবে কিছু জানানো হয়নি নবান্নের তরফেও। তবে নবান্নেরও একটি সূত্রের দাবি, মুখ্যসচিব কমিশনের কাছে ২১ অগস্ট পর্যন্ত সময় চেয়েছেন এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। দিল্লি থেকে কলকাতায় ফিরে এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠকে বসার কথা। ওই বৈঠকে যা সিদ্ধান্ত হবে, সেইমতোই গোটা প্রক্রিয়া এগোবে।

সূত্রের খবর, মুখ্যসচিব মনোজ পন্থ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই কোনও পদক্ষেপ করা হবে না। এই প্রসঙ্গে রাজ্যের যুক্তি, তদন্ত ছাড়া শাস্তি বা এফআইআর স্বেচ্ছাচারিতা হিসেবে বিবেচিত হতে পারে। একবার শাস্তি দেওয়ার পর যদি অভিযুক্তরা নির্দোষ প্রমাণিত হন, তাহলে তাদের সম্মানহানি হবে, যার ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। তাই অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং রিপোর্ট এলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

সূত্রের দাবি, কমিশন একাধিকবার চাপ সৃষ্টি করেছে যাতে ২১ আগস্টের মধ্যে শাস্তি ও এফআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়। এই প্রেক্ষিতে মঙ্গলবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দফতরে হাজির হন মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানে প্রায় ৪৫ মিনিট ধরে জাতীয় নির্বাচন কমিশনার সহ মোট তিনজন কমিশনারের সঙ্গে বৈঠক হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen