আক্রান্ত বাংলার ঐতিহ্য, কফি হাউজে তান্ডব বিজেপি সমর্থকদের

বাংলার মসনদে বসতে যেন সবকিছুই করতে পারে তারা।

March 15, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi
কফি হাউজে তান্ডব বিজেপি সমর্থকদের

বাংলার ভোটকেই পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। বাংলার মসনদে বসতে যেন সবকিছুই করতে পারে তারা।

চিরাচরিত ধারায় প্রথমে বঙ্গবাসীর মন ভোলানোর চেষ্টা করে, তৃণমূলের নামে কুৎসা করে বিজেপি। কিন্তু তাতেও যখন দেখল চিড়ে ভিজছে না, মন গোলানো যাচ্ছে না রাজ্যবাসীর, তখন তারা শুরু করে দিয়েছে সন্ত্রাসের রাজনীতি।

আজ গেরুয়া রঙের গেঞ্জি পরা একদল বিজেপি সমর্থক হঠাৎই ঢুকে পড়ে ইন্ডিয়ান কফি হাউজে। না কফি খেতে নয়, তারা ঢোকে তান্ডব চালাতে। ‘বিজেপিকে একটিও ভোট নয়’ লেখা পোস্টার ছিঁড়ে স্লোগান দিতে থাকেন তারা। সেই সময় কফি হাউজে থাকা মানুষদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এখানেই থেমে না থেকে কফি হাউজের কর্মকর্তাদের সাথে তারা অভব্য আচরণ করে বলেও অভিযোগ রয়েছে।

এই প্রথম না। এভাবে অন্যান্য রাজ্যেও বিজেপি সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে এবং তাতে সফলও হয়েছে। এখন বাংলাতেও তারা সেই একই চেষ্টায় রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen