জাতীয় গেমসে কেরলকে ৫ গোল দিয়ে সন্তোষের হারের বদলা নিল বাংলা

মঙ্গলবার ম্যাচের শুরু থেকেই কেরলকে কোণঠাসা করে দেয় বাংলা। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় নর হরি শ্রেষ্ঠা, রবি হাঁসদারা।

October 12, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

মঙ্গলবার আহমেদাবাদে জাতীয় গেমসের (Bengal Football Team) ফাইনালে কেরলকে পাঁচ গোলের মালা পরালো কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের বাংলা। হ্যাটট্রিক করলেন নর হরি শ্রেষ্ঠা। মোদীর গুজরাতে বিজয় পতাকা উঠল সোনার বাংলার।

কেরলে সন্তোষ ট্রফিতে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাকে। কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের সন্তোষের ফাইনালে হারের প্রসঙ্গ টেনেই প্লেয়ারদের তাতিয়েছিলেন। মঙ্গলবার তার ফলাফল দেখা গেল।

মঙ্গলবার ম্যাচের (Bengal Vs Kerala) শুরু থেকেই কেরলকে কোণঠাসা করে দেয় বাংলা। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় নর হরি শ্রেষ্ঠা, রবি হাঁসদারা। ম্যাচের ১৭ মিনিটে রবি হাঁসদা বাংলার হয়ে গোলের খাতা খোলেন। তার পর পরপর জোড়া গোল করেন নর হরি শ্রেষ্ঠা।

দ্বিতীয়ার্ধে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন বাংলার অধিনায়ক নর হরি । ম্যাচের ৮৪ মিনিটে বাংলার হয়ে পঞ্চম গোলটি করেন অমিত চক্রবর্তী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen