বিশ্বকে সাইবার অপরাধ মোকাবিলার পাঠ শেখাচ্ছে বাংলা

শিবিরে অনলাইনে সাতদেশের নাগরিকদের সাইবার সিকিউরিটির পাঠ দিল বাংলা।

November 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
বিশ্বকে সাইবার অপরাধ মোকাবিলার পাঠ শেখাচ্ছে বাংলা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাইবার অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধে গোটা বিশ্বের ভরসা হয়ে উঠেছে বাংলা। সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে এরাজ্যের বুদ্ধিমত্তার উপরেই ভরসা রাখলেন আমেরিকা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, কানাডা, ফ্রান্স-সহ সাত দেশ। সাইবার সুরক্ষা সংক্রান্ত একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল রাজ্যের তথ্য-প্রযুক্তি দপ্তর। শিবিরে অনলাইনে সাতদেশের নাগরিকদের সাইবার সিকিউরিটির পাঠ দিল বাংলা।

রাজ্যের সাইবার সিকিউরিটি সেন্টার অব একসেলেন্স ও ওয়েবেল এই প্রশিক্ষণের সম্পূর্ণ দায়িত্বে ছিল। জাতীয় সাইবার সিকিউরিটি সচেতনতা মাস উপলক্ষ্যে অক্টোবরজুড়ে বিনামূল্যে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ করে দেয় রাজ্য সরকার। আন্তর্জাতিক বাজারে সাইবার সিকিউরিটি প্রশিক্ষণের ক্ষেত্রে রাজ্যের যথেষ্ট সুনাম রয়েছে। সমাজমাধ্যমে বিশেষ প্রশিক্ষণের খবর ছড়াতেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রশিক্ষণ সংক্রান্ত খোঁজখবর নেওয়া শুরু হয়। রেজিস্ট্রেশনের ঝড় ওঠে। একমাসে মোট ৩,১৮০ জন প্রশিক্ষণ নিয়েছেন। প্রায় সাড়ে সাতশো জন শংসাপত্র পেয়ে গিয়েছেন।

রাজ্যের একাধিক আমলাও প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ শিবির নিয়ে দেশ এবং বিদেশের মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছিল। রাজ্যের প্রতিটি জেলা ও দেশের ১৮টি রাজ্য থেকেও শতাধিক ব্যক্তি প্রশিক্ষণে অংশ নিয়েছেন বলে জানা গিয়েছে। একেবারে সাধারণ মানের সাইবার অপরাধ ঠেকানো থেকে শুরু করে সমস্ত পরিবারকে এর হাত থেকে রক্ষা করার উপায় শেখানো হয়েছে শিবিরে। মোবাইল ফোন হোক বা ল্যাপটপ বা কম্পিউটার—সমস্ত ক্ষেত্রেই অনলাইনে কাজ করার সময় কী কী সাবধানতা নিতে হবে, সবই শেখানো হয়েছে সহজভাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen